পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতার মনোয়ান বাতিল করেছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তানের প্রাদেশিক নির্বাচ৭চন কমিশন শনিবার (৩০ ডিসেম্বর) ইমরান খানের দুটি আসনের মনোনয়ন বাতিল করে দেয়। জাতীয় পরিষদের দুইটি নির্বাচনী এলাকা লাহোরের এনএ-১১২ ও নিজ শহর মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনি এলাকায় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। দুটি আসনেই তার মনোয়নপত্র বাতিল করা হয়েছে।
লাহোরে মনোনয়ন বাতিলের ব্যাপারে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, ইমরান খানের মনোনয়ন বাতিল করার কারণ তিনি নির্বাচনি এলাকার নিবন্ধিত ভোটার নন। একইসঙ্গে তিনি আদালতের দোষী সাব্যস্ত হয়ে নির্বাচনের অযোগ্য হয়েছেন।
পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের মেয়াদ ৩০ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং ১০ জানুয়ারির মধ্যে এসব আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির নির্বাচন কমিশন। প্রার্থীদের তালিকা ১১ জানুয়ারি প্রদর্শিত হবে এবং প্রার্থীদের ১২ জানুয়ারির মধ্যে তা প্রত্যাহার করার সুযোগ থাকবে। ১৩ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ৭১ বছর বয়সী ইমরান খান। ২০১৮ সালের শেষ সাধারণ নির্বাচনে জিতেছিলেন ইমরান খান।