X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

উইসকনসিনে বিক্ষোভে গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ১২:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১২:৫৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা শহরে জ্যাকব ব্লেক নামের কৃষাঙ্গকে পুলিশের গুলির ঘটনায় বিক্ষোভরতদের গুলিবর্ষণের ঘটনায় এক শ্বেতাঙ্গ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ইলিনয় অঙ্গরাজ্য থেকে কাইল রিটেনহাউস নামের এই কিশোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুইজনকে গুলি করে হত্যা ও একজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উইসকনসিনে বিক্ষোভে গুলির ঘটনায় শ্বেতাঙ্গ কিশোর গ্রেফতার

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উইসকনসিনের কেনোসা শহরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ। তাকে পেছন থেকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। জারি হয় কারফিউ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও একজন আহত হয়।

প্রথমে ধারণা করা হয়েছিল, বিক্ষোভকারীদের ঠেকাতে কেনোসার পুলিশই গুলি চালিয়েছিল। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখে ১৭ বছরের ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে।

ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশের সামনে দিয়েই নিজের সেমি অটোম্যাটিক রাইফলটি নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে ওই কিশোর। প্রশ্ন উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত একাধিক পুলিশের গাড়ি কেন তাকে আটকালো না।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এখনও বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। উইসকনসিন, মিনেসোটা, ওরেগনের মতো প্রদেশও ক্ষোভের আগুনে জ্বলছে। জেকব ব্লেককে পেছন থেকে পর পর সাতটি গুলি করা পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছেন উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল। রাস্টেন শেস্কি নামে ওই অফিসার সাত বছর  ধরে কেনোসার পুলিশ দফতরে কাজ করছেন। জেকবের পরিবার অবিলম্বে তার বহিষ্কারের দাবি করেছে। 

/এএ/
সম্পর্কিত
চীনা পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধলন্ডনে যুদ্ধবিরতির আলোচনায় থাকছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাশ্মীরে হামলা মনে করিয়ে দিলো ক্লিনটনের ভারত সফরের কথা
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’