X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

লাদাখে সংঘর্ষের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৮:৩০আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:৩৯

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ও ভারতীয় সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের আগেই সেখানে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাতীয় প্রতিরক্ষা সংবাদ ও সেন্ট্রাল চায়না টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, সংঘাতে আগেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) পাহাড়ি অঞ্চলে পর্বতারোহী ও মার্শাল আর্টস ক্লাবের কয়েকজন সদস্য গিয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

লাদাখে সংঘর্ষের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধাদের পাঠিয়েছিল চীন
বেশ কিছুদিন ধরে টানা উত্তেজনার পর ১৫ জুন লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে। সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি উভয়পক্ষ। লাঠিসোটা, ব্যাটন ও পাথর দিয়ে এই রক্তক্ষয়ী জড়ায় দুই দেশের সেনারা। চীন ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুসারে, ওই এলাকায় কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। ভারতের আরও অভিযোগ, চীন পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সংঘাতের আগে সেখানে মার্শাল আর্ট যোদ্ধা ও পবর্তারোহী পাঠানোর খবর চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে নয়া দিল্লির দাবিই প্রমাণিত হলো।
চীনের জাতীয় প্রতিরক্ষা সংবাদের প্রতিবেদন অনুসারে, পাঁচটি সামরিক দলের সঙ্গে ১৫ জুন লাসায় গিয়েছিল মাউন্ট এভারেস্ট অলিম্পিক টর্চ রিলের এক সদস্য এবং মিক্সড মার্শাল আর্ট যোদ্ধারা। সিসিটিভি ফুটেজে দেখিয়েছে ১০০ নতুন সেনা তিব্বতের রাজধানীতে লাইনআপ করছে।
তিব্বতের কমান্ডার ওয়াং হাইজিয়াং বলেন, “বাহিনীর সংগঠন মজবুত করতে এবং র‍্যাপিড অ্যাকশন সাপোর্ট ক্ষমতা বাড়াতে এনবো ফাইট ক্লাবকে নিয়োগ করা হয়েছিল।”
তবে গালওয়ান সংঘাতে এই পর্বতারোহী ও মার্শাল আর্ট যোদ্ধারা সরাসরি সম্পর্কিত কিনা তা স্পষ্ট করে জানা যায়নি চীনা সংবাদমাধ্যমের খবরে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিব্বত মালভূমিতে অবস্থানরত সেনাদের মার্শাল আর্ট শেখাতে ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। এই সিদ্ধান্তের কারণ নিয়ে বেইজিং-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে চীনা সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহতের ঘটনার পর বেইজিং-এর তরফে এমন সিদ্ধান্ত এলো।
সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চীনের সংবাদমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি যে, তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সেনাদের প্রশিক্ষণ দেবে কিনা।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়ার আশঙ্কা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
জেলেনস্কির অভিযোগ খারিজ করলো চীন
সর্বশেষ খবর
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির
যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের বিতাড়নে যুদ্ধকালীন আইনের ব্যবহার স্থগিত
যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের বিতাড়নে যুদ্ধকালীন আইনের ব্যবহার স্থগিত
‘বর্তমান সংবিধানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সম্ভব নয়, ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি’
‘বর্তমান সংবিধানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সম্ভব নয়, ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি’
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে