X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সৌদি আরবের এবারের ‘টার্গেট’ খাশোগির ঘনিষ্ঠ বন্ধু?

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২০, ১৯:২০আপডেট : ২১ জুন ২০২০, ১৯:২৭
image
 

কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন সৌদি ভিন্নমতাবলম্বী ওমর আব্দুল আজিজ। হত্যাকাণ্ডের শিকার অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির এই ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, সৌদি আরব এবার তাকে ‘সম্ভাব্য টার্গেট’-এ পরিণত করতে চাইছে। এ ব্যাপারে কানাডা পুলিশ তাকে সতর্ক করেছে।
 
ওমর আব্দুল আজিজ
 
খাশোগির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ২৯ বছর বয়সী ভিডিও ব্লগার ও অ্যাকটিভিস্ট ওমর আব্দুল আজিজের। ২০১৮ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবের গবেষকরা আব্দুল আজিজকে সতর্ক করে বলেছিলেন, সৌদি আরবের একটি নেটওয়ার্ক তার ফোন হ্যাক করেছে। হ্যাকিংয়ের ওই সময়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো।
 
পরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। সম্ভাব্য ওই হ্যাকিংয়ের পর আব্দুল আজিজের পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বন্ধুকে গ্রেফতার করা হয়েছিলো।
 
আব্দুল আজিজ গার্ডিয়ানকে বলেন, ‘কানাডারহাতে এমন কিছু তথ্য আছে যার ভিত্তিতে তারা বলছে আমাকে হত্যা করা হতে পারে। এমবিএস (যুবরাজ মোহাম্মদ বিন সালমান) ও তার দল-আমি জানি না তার দলে কে কে আছে, তবে আমার ক্ষতি করতে চায়। তারা কিছু একটা ক্ষতি করতে চায়। তবে আমি জানি না এটি হত্যাকাণ্ড নাকি অপহরণ। তবে এটা নিশ্চিত যে কোনও একটা ঝামেলা আছে।’
 

২০১৮ সালের অক্টোবরে দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হয়েছিলেন খাশোগি। তিনি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি আরবে ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। এক পর্যায়ে খাশোগি কনস্যুলেট ভবনে হত্যার শিকার হয়েছেন বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে এ হত্যার সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
গাজার রাফাহ শহর দখল করলো ইসরায়েল
গাজায় গণহত্যাআইসিসির পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু
ইয়েমেনে ৪০টির বেশি হুথি নিশানায় মার্কিন হামলা
সর্বশেষ খবর
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
শুকনো হাওরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
শুকনো হাওরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি