X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

এবার দ. কোরিয়ায় লিফলেট ছোড়ার প্রস্তুতি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ১৩:২৯আপডেট : ২০ জুন ২০২০, ১৪:৫৩
image

দক্ষিণ কোরিয়ায় প্রপাগান্ডা লিফলেট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নিজেদের পক্ষত্যাগী নাগরিক ও সিউল কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে এসব লিফলেট পাঠানো হবে। শনিবার (২০ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ছোড়া লিফলেটের বদলা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং।

লিফলেট তৈরির কাজ চলছে বছরের পর বছর ধরে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া উত্তর কোরীয় নাগরিক ও দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসনব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং সর্বসম্মুখেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ বলে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজোঁ অফিসও গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। এবার পাল্টা লিফলেট ছোড়ার প্রস্তুতি চলছে।

শনিবার (২০ জুন) কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ কোরিয়ায় থাকতে গিয়ে যারা ন্যুনতম নৈতিকতাটুকুও বিসর্জন দিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিস্বরূপ লিফলেট ছুড়তে দেশের বিক্ষুব্ধ জনগণ তাদের কাছে বড় পরিসরে লিফলেট বিতরণের চাপ দিচ্ছে।’

কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্রত্যেকটি ক্রিয়ারই যথাযথ প্রতিক্রিয়া আছে। কেউ যখন নিজেই সে পরিস্থিতির মুখোমুখি হয়, তখনই সে কেবল বুঝতে পারে এর আঘাত কতটুকু ছিল।’

উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম ২০০০ সালের ১৩ জুন বৈঠকে বসেন। সেদিনের বৈঠকের মাধ্যমেই তারা নিজেদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এই উদ্যোগের জন্য তৎকালীন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট কিম দাই জং নোবেল শান্তি পুরস্কার পান। তবে সম্প্রতি দুই দেশের উত্তেজনাকে কেন্দ্র করে সে সম্পর্ক ছিন্ন হয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
সর্বশেষ খবর
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: মৎস্য উপদেষ্টা
কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: মৎস্য উপদেষ্টা
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
বাদী জানেন না আসামি কে, এমন মামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি: আসক
বাদী জানেন না আসামি কে, এমন মামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি: আসক
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!