X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে আবারও কথিত অনার কিলিং-এর শিকার অপ্রাপ্ত বয়স্ক দুই নারী

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ১২:৪৩আপডেট : ১৮ মে ২০২০, ১৩:১০
image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও কথিত ‘অনার কিলিং’ বা ‘পরিবারের সম্মান রক্ষা’র নামে দুই অপ্রাপ্ত বয়স্ক নারীকে হত্যা করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ১৮ বছর পার না হওয়া ওই দুই নারীকে এক তরুণের সঙ্গে দেখা যাওয়ায় পরিবারের সদস্যরা তাদেরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় এরইমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে আবারও কথিত অনার কিলিং-এর শিকার অপ্রাপ্ত বয়স্ক দুই নারী পাকিস্তানে তথাকথিত ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড প্রায়ই ঘটে থাকে। হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী প্রতিবছর দেশটিতে প্রায় এক হাজার নারী তথাকথিত অনার কিলিংয়ের শিকার হন। সম্প্রতি ওয়াজিরিস্তানের একটি দুর্গম এলাকায় এক তরুণের সঙ্গে দুই কিশোরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের পুলিশের বরাত দিয়ে সেদেশের সংবাদমাধ্যম ডন জানায়, খাইবার পাখতুনখা সীমান্তবর্তী এক গ্রামে বৃহস্পতিবার বিকেলে হত্যা করা হয় ওই দুই কিশোরীকে। তাদের একজনের বয়স ছিল ১৬ এবং আরেকজনের ১৮। ভিডিওতে দেখা গেছে এক তরুণ ভিডিওটি ধারণ করছিলেন, সেখানে তিনটি মেয়ে উপস্থিত ছিলো এবং জায়গাটি ছিল নির্জন। বিশ্লেষণ করে দেখা গেছে, এক বছর আগের ভিডিও এটি, সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন আমাদের দায়িত্ব তৃতীয় মেয়েটি ও তরুণের প্রাণ বাঁচানো।’

রবিবার (১৭ মে) এ ঘটনায় গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে একজন নিহত এক কিশোরীর ভাই আর অপরজন আরেক কিশোরীর বাবা।


একসময় অনার কিলিংয়ের ঘটনায় আইনের ফাঁক গলে অর্থাৎ পরিবারের সদস্যরা ক্ষমা করে দিলে অপরাধীরা পার পেয়ে যেত। তবে ২০১৬ সালে পাকিস্তানে অ্যান্টি অনার কিলিং আইন-২০১৫  পাস হয়। এতে হত্যাকারীর যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার ক্ষমা করে দিলেও হত্যাকারী ওই সাজা থেকে মুক্তি পাবে না। অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে সেক্ষেত্রে ভুক্তভোগীর পরিবার যদি ক্ষমা করে তবে তার মৃত্যুদণ্ড মওকুফ হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও অপরাধীকে বাধ্যতামূলকভাবে সাড়ে ১২ বছরের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
জেলেনস্কির অভিযোগ খারিজ করলো চীন
৭ ডলার চুরি করে ৮৪ হাজার ডলার হারালেন জাপানি বাসচালক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা