ইরানের বৃহত্তম বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। অন্তত পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাসে সংরক্ষিত রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শহীদ রাজায়ী বন্দরে এ বিস্ফোরণ হয়। এতে ৫১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের বিস্ফোরণটি পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে দাহ্য পদার্থের সংরক্ষণে অবহেলার কারণে বিস্ফোরণটি ঘটেছে।
হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এর আগে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সুরক্ষা সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিলেন।
ওমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু হওয়ার সময় বন্দরের শহীদ রাজাই অংশে এই বিস্ফোরণ ঘটে। তবে দুটি ঘটনার মধ্যে তাৎক্ষণিকভাবে কোনও যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।