গাজায় ইসরায়েলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারীরা। হামলাটি লক্ষ্যবস্তু ছিল একটি পুলিশ স্টেশন। পাশাপাশি জাবালিয়ার বাজার এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের চারপাশে জনসমাগম দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাস ও তাদের মিত্র ইসলামিক জিহাদের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে হামাস হামলা পরিকল্পনা করছিল।
বৃহস্পতিবার গাজার অন্যান্য স্থানেও কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদন পাওয়া গেছে। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির উত্তরাঞ্চলীয় শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে হামলায় ৬ সদস্যের এক পরিবার নিহত হয়েছেন। নিহতরা হলেন এক দম্পতি ও তাদের চার সন্তান।
পরিবারের আত্মীয় নিদাল আল-সারাফিতি জানান, হামলার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) নিহত ব্যক্তিকে চিহ্নিত করেছেন আলি আল-সারাফিতি নামে, যিনি সংগঠনটির সদস্য এবং ইসরায়েলে ১৩ বছর কারাভোগ করেছেন বলে দাবি করেছে তারা।
ফিলিস্তিনি মিডিয়ার বরাতে জানা গেছে, মধ্য গাজার নুসাইরাত এলাকায় একটি পরিবারের তাঁবুতে হামলায় তিন বাস্তুচ্যুত নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ খান ইউনিসে আরেকটি তাঁবুতে হামলায় দুই শিশু নিহত হয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েল দাবি করছে, হামাসের কাছে থাকা ৫৯ জন জিম্মিকে মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগ করা হচ্ছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
সাত সপ্তাহ ধরে গাজায় সব ধরনের মানবিক সহায়তা ও সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। জাতিসংঘ বলেছে, এটি মানুষের বেঁচে থাকার উপায়কে আরও বঞ্চিত করছে এবং বেসামরিক জীবনের প্রতিটি দিককে ক্ষুণ্ন করছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী হামাস ধ্বংসের অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় ৫১ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি