X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের হামলায় এক সপ্তাহে গাজায় ২৭০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ২০:০৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:০৩

গাজায় ইসরায়েলের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর এক সপ্তাহে ২৭০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। মঙ্গলবার (২৫ মার্চ) সংস্থাটি বলছে, গত এক সপ্তাহ ছিল যুদ্ধ শুরুর পর শিশুদের জন্য সবচেয়ে ভয়াবহ সময়গুলোর একটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেভ দ্য চিলড্রেনের গাজা কার্যক্রমের মানবিক সহায়তা পরিচালক রাচেল কামিংস বলেছেন, বোমা পড়ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে—আর বিশ্ব নীরব। কোনও সাহায্য নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়া ‘গাজার শিশুদের জন্য মৃত্যুদণ্ডের সমান’। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৯০০’র বেশি শিশু নিহত হয়েছে। 

সেভ দ্য চিলড্রেন বলেছে, তাঁবুতে ঘুমন্ত অবস্থায় শিশুদের হত্যা করা হচ্ছে, তাদের ক্ষুধার্ত রাখা হচ্ছে এবং আক্রমণ করা হচ্ছে। শিশু ও পরিবারদের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র উপায় হলো স্থায়ী যুদ্ধবিরতি। 

গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর এক সপ্তাহে ৭৯২ জন নিহত ও ১ হাজার ৬৬৩ জন আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ১৪৪ জনে, আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন। 

‘ইসরায়েল যে কোনও অপরাধ করে পার পেয়ে যাচ্ছে’

ফিলিস্তিনি আইনজীবী ও কর্মী ডায়ানা বুতু বলেছেন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বালালকে ইসরায়েলি সেনারা গুম করার পর তাকে ইসরায়েলি সেনাবাহিনীর ক্রোধের মুখোমুখি হতে হবে। 

তিনি বলেছেন, হামদানের মতো একজন প্রভাবশালী ফিলিস্তিনির আটক হওয়ায় পশ্চিম তীরে ইসরায়েলের বর্ণবৈষম্য এবং গাজায় তাদের নৃশংসতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়বে কি না, তা স্পষ্ট নয়। 

বুতু আল জাজিরাকে বলেন, গত দেড় বছর ধরে যা দেখা গেছে, তা হলো—ইসরায়েল যে কোনও অপরাধ করেই পার পেয়ে যাচ্ছে। তারা গণহত্যা চালিয়েও পার পেয়ে গেছে। তাই আমার খুব বেশি আশা নেই যে ইসরায়েল এবার ভিন্নভাবে আচরণ করবে। 

ইসরায়েলি সেনাদের সামনেই মাস্ক পরা ইসরায়েলি সেটেলারদের হামলার শিকার হওয়ার পর হামদান ও আরও তিনজনকে ইসরায়েলি সেনারা আটক করেছে। তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

নিরাপত্তাহীনতা ও মানবিক সংকট

গাজার বেসামরিক জনগণ, বিশেষ করে শিশুরা, চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৯০ শতাংশের বেশি জনগণ বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। 

গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ হাসপাতাল জ্বালানি ও ওষুধের অভাবে কাজ করতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, সংঘাতের কারণে শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা

ফিলিস্তিনি কর্মীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় গাজার বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধ হচ্ছে না। 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে বলেছিলেন, গাজায় ‘মানবিক বিপর্যয়’ চলছে এবং যুদ্ধবিরতি ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। তবে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

শিশুদের জন্য ভয়াবহ পরিস্থিতি

গাজার শিশুরা শুধু বোমা ও গোলাবর্ষণের মধ্যেই মারা যাচ্ছে না, তারা অপুষ্টি, পানিবাহিত রোগ ও চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পড়ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জনের বেশি দিনে দুই বারের বেশি খাবার জোটে না। 

একজন স্থানীয় স্বেচ্ছাসেবক, যিনি গাজার উত্তরে কাজ করছেন, তিনি বলেন, আমরা প্রতিদিন শিশুদের মৃত্যু দেখছি। কেউ বোমায় মারা যাচ্ছে, কেউ ক্ষুধায়, কেউ চিকিৎসার অভাবে। এটি একটি নৈতিক বিপর্যয়। 

সেভ দ্য চিলড্রেন ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সাহায্য প্রবেশের পূর্ণ সুযোগ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। 

এদিকে, গাজার সাধারণ মানুষ প্রতিদিনই মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হচ্ছেন। একজন গাজাবাসী বলেন, আমরা শুধু বাঁচতে চাই। আমাদের শিশুদের জন্য একটি ভবিষ্যৎ চাই। কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।

/এএ/
সম্পর্কিত
গাজায় নিহত সেবাকর্মীরা পেশাগত ব্যর্থতার শিকার: ইসরায়েল
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
একদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই কিয়েভে রুশ হামলা
সর্বশেষ খবর
গুলশান-বনানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘটনায় ছড়িয়ে পড়ছে উত্তেজনা
গুলশান-বনানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘটনায় ছড়িয়ে পড়ছে উত্তেজনা
থ্রি জিরো ভিশনের ওপর জোর দিতে বিশ্ববাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান
থ্রি জিরো ভিশনের ওপর জোর দিতে বিশ্ববাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান
গোপালগঞ্জে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার
গোপালগঞ্জে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো শ্রম সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো শ্রম সংস্কার কমিশন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক