X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পারমাণবিক ইস্যু নিয়ে ট্রাম্পের চিঠি পায়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ১৩:১৫আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৩:১৫

পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এখনও কোনও চিঠি পায়নি ইরান। শুক্রবার (৭ মার্চ) ইরানের দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোন‌ও চিঠি পাইনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের শীর্ষ নেতার কাছে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে একটি চিঠি পাঠিয়েছেন।

ট্রাম্প বৃহস্পতিবার ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।  

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন, যদি ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকে, তবে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনায় যাবে না।

এএফপি নিউজ এজেন্সিকে আরাঘচি বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি এবং হুমকি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসব না।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাতসহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

শুক্রবার ফক্স বিজনেস নিউজে সম্প্রচারিত ডোনাল্ড ট্রাম্পের একটি আংশিক সাক্ষাৎকার থেকে তার ওই মন্তব্যকে তাৎক্ষণিকভাবে তুলে ধরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যদিও এখনও ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি খামেনির কার্যালয়। 

 পারমাণবিক আলোচনাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের চিঠি পেলে ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী প্রতিক্রিয়া দেবেন, তা এখনো স্পষ্ট নয়। কারণ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় খামেনিকে পাঠানো চিঠিগুলো গোপন রাখা হয়েছিল, যা ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির ভিত্তি তৈরি করেছিল।

তবে খামেনিও গত আগস্টে এক ভাষণে বলেছিলেন, শত্রুর সঙ্গে আলোচনায় ‘কোনও ক্ষতি নেই।’

ট্রাম্প চিঠিতে কী প্রস্তাব দিয়েছেন, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে দেশটির কর্মকর্তারা ইদানীং বোমা তৈরির হুমকি দিচ্ছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করেনি। তবে তারা এমন কার্যক্রম চালাচ্ছে যা চাইলে দ্রুত পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যেতে পারে।

/এস/
সম্পর্কিত
অস্ত্র রফতানিতে মার্কিন বিধি শিথিলের নিন্দা উ. কোরিয়ার
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা: তৃতীয় দফার বৈঠক পরের সপ্তাহে
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
সর্বশেষ খবর
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা