X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলো পিকেকে

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৬:৫৩আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৬:৫৩

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সেইসঙ্গে পিকেকের প্রতিষ্ঠাতা ও কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের নিরস্ত্রীকরণের আহ্বানে সাড়া দিয়েছে। শনিবার (১ মার্চ) পিকেকেপন্থি সংবাদ সংস্থা ফিরাত (এএনএফ) জানিয়েছে, এ ঘটনাকে তুর্কি রাষ্ট্রের সঙ্গে ৪০ বছরের সংঘাতের অবসানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতা ওকালানের আহ্বান বাস্তবায়নের পথ প্রশস্ত করতে আমরা আজ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করছি।

তারা আরও জানিয়েছে, আমরা এই আহ্বানের বিষয়বস্তুতে একমত এবং আমরা এটিকে অনুসরণ ও বাস্তবায়ন করবো। আমাদের কোনও বাহিনী আক্রমণের শিকার না হলে তারা সশস্ত্র কোনও পদক্ষেপ নেবে না।

গোষ্ঠীটি আশা প্রকাশ করেছে যে, আঙ্কারা ওকালানকে মুক্তি দেবে যাতে তিনি নিরস্ত্রীকরণের প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে পারেন।

বৃহস্পতিবার কারাগার থেকেই ওকালান তার সংগঠনকে অস্ত্র ত্যাগ, দল ভেঙে দেওয়া এবং তুরস্কের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই বন্ধ করার ঐতিহাসিক আহ্বান জানান।

৭৫ বছর বয়সী ওকালান ১৯৯৯ সাল থেকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ইস্তানবুলের ইমরালি দ্বীপে বন্দি রয়েছেন। তবে বন্দি অবস্থাতেও তিনি পিকেকের ওপর ব্যাপক প্রভাব বজায় রেখেছেন।

তার ঘোষণার একদিন পর, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান এটিকে ঐতিহাসিক সুযোগ বলে স্বাগত জানান এবং আশ্বাস দেন যে তার সরকার আলোচনাকে সফল পরিণতিতে পৌঁছানোর জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এরদোয়ান বলেন, ‘যখন সন্ত্রাস ও অস্ত্রের চাপ দূর হবে, তখন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ক্ষেত্র স্বাভাবিকভাবেই প্রসারিত হবে।‘

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

১৯৮৪ সাল থেকে এই গোষ্ঠী তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে, যার লক্ষ্য কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা। তুরস্কের ৮৫ মিলিয়ন জনসংখ্যার প্রায় ২০ শতাংশ কুর্দি।

/এস/
সম্পর্কিত
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
সর্বশেষ খবর
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন