X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিন বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের কারাগারগুলোয় বন্দি থাকা ১৮৩ জন ফিলিস্তিনির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৬১ বছরের মধ্যে।

হামাসের পক্ষ থেকে যে তিনজনের নাম জানানো হয়েছে, তারা সবাই বেসামরিক ব্যক্তি। তারা হলেন ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি এবং ওর লেভি। রেভির বয়স ৩৪ বছর।

এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। এই তিনজনের পরিবার ও স্বজনদের তাদের মুক্তির কথা জানানো হয়েছে।

জিম্মি মুক্তি উপলক্ষ্যে এরই মধ্যে গাজার মধ্যাঞ্চল-দেইর এল-বালাহ এলাকায় পৌঁছেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যানবাহনের একটি বহর।

এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ফিরে আসা বন্দীদের অভ্যর্থনার জন্য ইসরায়েলি বিমান বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার বেড়ার কাছে একটি সামরিক স্থাপনায় প্রাথমিক তল্লাশির পর হেলিকপ্টারগুলো তিন জিম্মিকে মধ্য ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

এদিকে মুক্তি পেতে চলা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের শহর ও গ্রামে এই অভিযান চালানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার স্বাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার স্বাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু