X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

জর্ডান ও মিসরে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। শনিবার (২৬ জানুয়ারি) এক ফোনালাপে ট্রাম্প এই প্রস্তাব দেন। ইসরায়েলের সামরিক অভিযানে সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের জন্য আরও কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আমি চাই আরব রাষ্ট্রগুলো জড়িত হোক এবং তাদের জন্য অন্য কোথাও বাসস্থান নির্মাণ করুক।

একইসঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলোচনা করবেন বলে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপ। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং মানুষ মারা যাচ্ছে। আমি চাই আরব দেশগুলো এগিয়ে আসুক এবং অন্য কোথাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে।

ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল এটি অস্থায়ী নাকি স্থায়ী পরিকল্পনা, তিনি বলেন, উভয়ই হতে পারে।

এদিকে, গাজার নিয়ন্ত্রক সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা ট্রাম্পের মন্তব্যের প্রতি সন্দেহ প্রকাশ করেন। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আশঙ্কা—তাদের স্থায়ীভাবে নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হতে পারে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিরা এমন কোনও প্রস্তাব গ্রহণ করবে না যদি তা পুনর্গঠনের নামে সুপরিকল্পিত মনে হয়, যেমনটি ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে।

গত বছর ওয়াশিংটন বলেছিল, ফিলিস্তিনিদের জোরপূর্বক অপসারণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। তবে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থা ও ত্রাণ সংগঠনগুলো মাসের পর মাস উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধের কারণে গাজার প্রায় সম্পূর্ণ জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।

/এএ/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা