X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কাতার যাচ্ছেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০১

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক বিল বার্নস কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন। বুধবার (১৮ নভেম্বর) সেখানে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বার্নস কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন।

এই আলোচনা মূলত কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ইতোমধ্যে দোহায় রয়েছেন এবং কাতার, মিসর ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কেএএন সোমবার জানিয়েছে, সীমিত ক্ষমতাসম্পন্ন একটি ইসরায়েলি প্রতিনিধি দলও গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনার জন্য দোহা সফর করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার বলেছেন, হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, হামাস একই দিন লিখিত এক বিবৃতিতে দোহায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি নতুন শর্ত আরোপ বন্ধ না করে, তবে চুক্তি সম্পন্ন হওয়া সম্ভব হবে না।

ইসরায়েলের কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে বলে বিভিন্ন বন্দি গোষ্ঠীর দাবি। ইসরায়েল ধারণা করছে গাজায় প্রায় ১০০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের হাতে জিম্মি থাকা ৩৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের নেতৃত্বে মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও তা এখনও ব্যর্থ হয়েছে। কারণ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

/এএ/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ