সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি নাগরিক রাব্বি জিভি কোগানের হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি নিউ ইয়র্ক ভিত্তিক অর্থোডক্স ইহুদি ছাবাদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বৃহস্পতিবার নিখোঁজ হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বা তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানানো হয়নি। তবে বলা হয়েছে, ‘যে কোনও পদক্ষেপ বা চেষ্টার বিরুদ্ধে কঠোর ও নির্দয় প্রতিক্রিয়া জানানো হবে, যা সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে।’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ বছর বয়সী রাব্বি জিভি কোগান সংযুক্ত আরব আমিরাতের থাকতেন। তবে তিনি ইসরায়েল ও মালদোভার নাগরিক ছিলেন। তিনি আমিরাতে ইহুদি সম্প্রদায়ের জীবন স্থাপন ও সম্প্রসারণে অন্যান্য ছাবাদ দূতদের সঙ্গে কাজ করতেন। দুবাইয়ের একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় কোগানের হত্যাকে ‘জঘন্য ইহুদি-বিদ্বেষী সন্ত্রাসী কার্যক্রম’ বলে নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ধারণা করা হচ্ছে, কোগানকে সর্বশেষ দুবাইয়ের একটি কোশের সুপারমার্কেটে দেখা গিয়েছিল। পরে তার বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে তার পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়।
তার মৃতদেহ ওমান সীমান্তবর্তী আল আইন শহরে পাওয়া গেছে। তবে তিনি সেখানেই মারা গেছেন নাকি অন্য কোথাও তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক রাজনীতিবিদ আয়ুব কারা।
আয়ুব বলেছেন এ ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইরানি দূতাবাস এ বিষয়ে ইরানের জড়িত থাকার অভিযোগকে ‘স্পষ্টভাবে অস্বীকার’ করেছে।
ইসরায়েল তার নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং যারা বর্তমানে সেখানে আছেন তাদের চলাফেরা কমাতে, নিরাপদ এলাকায় অবস্থান করতে এবং ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থান এড়ানোর পরামর্শ পুনর্ব্যক্ত করেছে।
জিভি কোগানের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট জানিয়েছে, তারা ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।