লেবাননের হিজবুল্লাহকে পরাজিত করেছে ইসরায়েল। রবিবার (১০ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এমন দাবি করেছে। এ সময় তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহকে নির্মূল করা মুকুটও অর্জন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে কাটজ বলেন, ‘এখন আমাদের কাজ হলো সেই বিজয়ের ফল ছিনিয়ে আনতে চাপ অব্যাহত রাখা।’
কাটজ বলেছেন, লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় ইসরায়েল। কেননা, ইসরায়েল ‘আমাদের পাঠ শিখেছে।’ তবে তিনি আশা করছিলেন, একটি আন্তর্জাতিক জোট রাজনৈতিকভাবে এই সুযোগকে পুঁজি করবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য লেবানন অন্যান্য দেশের সঙ্গে যোগ দেবে।