X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

গাজায় ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ২৩:৪১আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২৩:৪১

গাজায় প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। এই সময়ের মধ্যে হামাসের কাছে আটককৃত চারজন ইসরায়েলি জিম্মিকে কিছু ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে। রবিবার (২৭ অক্টোবর) মিসরের প্রেসিডেন্ট একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববউনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে আলোচনা শুরু করতে হবে। এর লক্ষ্য হবে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন।

ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যস্থতাকারী একটি সূত্র জানায়, নতুন প্রস্তাবগুলো হামাসের পর্যালোচনার সম্ভাবনা আছে। তবে, হামাসের অবস্থান হলো, যেকোনও সমঝোতায় যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করতে হবে।

ইসরায়েল বলেছে, হামাসকে সামরিক শক্তি এবং গাজায় শাসক হিসেবে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর যুদ্ধের অবসানে আলোচনার নেতৃত্ব দিচ্ছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনের বেশি লোককে জিম্মি করার পর এই যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

কাতারের দোহায় চলমান আলোচনার লক্ষ্য হচ্ছে একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক কয়েকজন জিম্মির বিনিময়ে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি। বিভিন্ন মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী বা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির চুক্তি করা সম্ভব হয়নি।

/এএ/
সম্পর্কিত
একদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই কিয়েভে রুশ হামলা
গোপন সামরিক তথ্য শেয়ার করে আবারও বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিশ্বের সবচেয়ে দূষিত শহরে তীব্র শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা
সর্বশেষ খবর
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স
১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স