X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ইরানে ইসরায়েলি হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩

তেহরান অভিযোগ করেছে, ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। শনিবার (২৭ অক্টোবর) ইরানে জাতিসংঘের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রায় ৭০ মাইল দূরে ইরান সীমান্তের কাছাকাছি থেকে রাডার ও সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মিশন আরও জানায়, ইসরায়েলের এই আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করা হয়েছে। কারণ  ইরাকি আকাশসীমা যুক্তরাষ্ট্রের সামরিক দখল, নিয়ন্ত্রণ ও কমান্ডের অধীনে রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই হামলার আগে ইসরায়েল থেকে খবর পেয়েছিল, তবে আক্রমণে সরাসরি জড়িত ছিল না।

ইরাকের রাজনীতিবিদ ও মিলিশিয়া নেতা মুকতাদা আল-সাদর ইরাকের সরকারকে ‘ইসরায়েলের এই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর’ আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে ইরাক থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। সিএনএন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।

ইসরায়েলি আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে জানায়, এ বিষয়ে তারা কিছু জানাতে পারছে না।

এর আগে এক আইডিএফ মুখপাত্র জানিয়েছিলেন, শনিবার ভোরে ডজনের বেশি ইসরায়েলি বিমান ইরানে হামলা চালিয়েছিল। আক্রমণগুলো প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে আঘাত হানে। তিনি আর কোনও বিস্তারিত তথ্য জানাননি।

ইসরায়েলি ও তেহরানের নেতারা উভয়ই এই বিষয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েলি কর্মকর্তারা এই অভিযানের ব্যাপারে খুবই সংযত প্রতিক্রিয়া জানাচ্ছেন।

/এস/
সম্পর্কিত
ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, সন্তুষ্ট রাশিয়া
বারাসাত বিদ্রোহের নায়ক তিতুমীরের বংশধরকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল, ২০২৫)
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
বনানীতে ফ্লাইওভারের নিচে মিললো বৃদ্ধের মরদেহ
বনানীতে ফ্লাইওভারের নিচে মিললো বৃদ্ধের মরদেহ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান