X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

চলছে লড়াই, গাজার উত্তর ও দক্ষিণের আরও ভেতরে ইসরায়েলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৪, ১৭:৫৯আপডেট : ৩০ জুন ২০২৪, ১৭:৫৯

ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শেজাইয়া এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের পশ্চিম ও মধ্যাঞ্চলে ট্যাংক নিয়ে আরও অগ্রসর হয়েছে। রবিবার (৩০ জুন) স্থানীয়রা বলেছেন, ইসরায়েলি অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, চারদিন আগে শেজাইয়া এলাকায় প্রবেশ করেছিল ইসরায়েলি ট্যাংক। রবিবার একাধিক বাড়ি লক্ষ্য করে ট্যাংকগুলো থেকে ছোড়া গোলাবর্ষণে অনেক পরিবার ভেতরে আটকা পড়ে এবং বের হতে পারেনি।

রবিবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার কোনও বিকল্প অবস্থান নেই।

তিনি বলেছেন, আমাদের সেনারা রাফাহ ও শেজাইয়াতে অভিযান চালাচ্ছে, গাজার সর্বত্র অভিযান চালাচ্ছে। প্রতি দিন অনেক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হচ্ছে। কঠিন লড়াই করতে হচ্ছে। অনেক সময় হাতাহাতি লড়াই পর্যন্ত হচ্ছে। কখনও কখনও লড়াই মাটির নিচে হচ্ছে। 

তিনি আরও বলেছেন, হামাসকে নির্মূল, সব জিম্মিকে ফিরিয়ে আনা, ইসরায়েলের জন্য হামাসকে হুমকি হতে না দেওয়া এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা শনিবার থেকে শেজাইয়াতে অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে।

তাদের দাবি, জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের ভেতরে তারা সামরিক অবকাঠামোর সন্ধান পেয়েছে। সেখানে কয়েক ডজন অস্ত্র ও মূল্যবান গোয়েন্দা নথি উদ্ধার করা হয়েছে। 

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে দুই সেনা নিহতের কথা ঘোষণা দিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা একটি হাসপাতালে সন্ত্রাসীদের যুদ্ধ পরিচালনার কক্ষ রয়েছে বলে শনাক্ত করেছে। 

স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। 

হামাসের সামরিক শাখা ও তাদের মিত্র ইসলামিক জিহাদ শেজাইয়া ও রাফাহতে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে। তারা বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। 

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আট মাস পরও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। কয়েক মাস ইসরায়েলি সেনাবাহিনী যেসব এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সেসব এলাকাতে সক্রিয় রয়েছে হামাস যোদ্ধারা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ব্রিটিশ নির্বাচন: উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা
মোদির সফরে রাশিয়া-ভারত বাণিজ্য বাড়বে: ক্রেমলিন
খান ইউনুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
সর্বশেষ খবর
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
বৃষ্টির পানিতে ভেসে উঠলো যুবকের ‘মাটি চাপা দেওয়া’ মরদেহ
ব্রিটিশ নির্বাচন: উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা
ব্রিটিশ নির্বাচন: উচ্ছ্বসিত প্রথমবার ভোট দিতে যাওয়া অভিবাসীরা
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্টের সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষ হতে হবে: অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে