X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১
ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন

জালিলি-পেজেশকিয়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ২২:২৬আপডেট : ২৯ জুন ২০২৪, ২২:২৬

ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী এখন দুইজন। তারা হলেন সংস্কারপন্থি আইনপ্রণেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী ও দেশটির সর্বোচ্চ নেতা খামেনির অনুগত হিসেবে পরিচিত সাইদ জালিলি। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ২৮ জুনের নির্বাচনে কোনও প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইরানের নির্বাচন কার্যালয়ের মুখপাত্র মোহসেন ইসলামি। দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবারের নির্বাচনে মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর এবারের প্রেসিডেন্ট নির্বাচনেই সবচেয়ে কম ভোট পড়েছে। এছাড়া ওই বিপ্লবের পর দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফায় গড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন।

শুক্রবারের নির্বাচনে ১ কোটি ৪ লাখ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন পেজেকশকিয়ান। আর জালিলি পেয়েছেন ৯৪ লাখ ভোট।

সমর্থকদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন পেজেশকিয়ান। ছবি: রয়টার্স।

মাসুদ পেজেশকিয়ান

ইরানের একমাত্র সংস্কারপন্থি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জন্ম ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর। ৭০ বছর বয়সী পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের সাবেক সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। ইরানের উত্তর-পশ্চিমের নগরী তাবরিজ থেকে ২০০৮ সাল থেকে টানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছিলেন। ২০২২ সালে পুলিশের হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর বিষয়ে ইরান সরকারের ভূমিকার সমালোচনা করেন আলোচিত হন পেজেশকিয়ান।

ছবিতে সাইদ জালিলি। ছবি: রয়টার্স।

সাইদ জালিলি

১৯৬৫ সালে ইরানের মাশাদে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন জালিলি। ১৯৮০ এর দশকে ইরান-ইরাক যুদ্ধে গার্ডদের পক্ষে লড়াই করার সময় তিনি তার ডান পা হারান। ৫৮ বছর বয়সী সাইদ জালিলি অতি রক্ষণশীল ও পশ্চিমাবিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ তিনি। বর্তমানে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধিদের একজন হিসেবে কাজ করছেন জালিলি। ইরানের পারমাণবিক চুক্তির মধ্যস্থতায়ও কাজ করেছিলেন। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন তিনি। তবে ২০২১ সালে ইব্রাহিম রাইসিকে সমর্থন দিয়ে নিজে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন জালিলি।

 

/এস/
সম্পর্কিত
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইউক্রেন
ট্রাম্পের আংশিক দায়মুক্তি রয়েছে: মার্কিন সুপ্রিম কোর্টের রায়
ইসরায়েলে রকেট হামলা চালালো ফিলিস্তিনি যোদ্ধারা
সর্বশেষ খবর
এলপিএলে খরুচে মোস্তাফিজ, ব্যাটিংয়ে ব্যর্থ হৃদয়
এলপিএলে খরুচে মোস্তাফিজ, ব্যাটিংয়ে ব্যর্থ হৃদয়
চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে
চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
সর্বাধিক পঠিত
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা
রংপুরের হাঁড়িভাঙা আম গেলো জার্মানিতে, বেড়েছে চাহিদা