X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মাশহাদে রাইসিকে শেষ বিদায় জানালেন লাখো ইরানি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ২৩:৩৯আপডেট : ২৩ মে ২০২৪, ২৩:৫১

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার চারদিন পর, বৃহস্পতিবার (২৩ মে) তাকে দাফন করা হয়। তাকে শেষ বিদায় জানাতে শহরটিতে জড়ো হয়েছিলেন লাখো ইরানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়,তাকে ইরানের পবিত্রতম ইসলামিক স্থান ও শিয়া মুসলমানদের সম্মানিত সোনার গম্বুজ বিশিষ্ট ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়। নবম শতাব্দীতে ইমাম আলী আল-রেজার বিশ্রামস্থল হিসেবে পরিচিত ছিল ইমাম রেজার মাজার।

দাফন অনুষ্ঠানে ইরানের সরকারি ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে পূর্বাঞ্চলীয় শহর বিরজান্দে শেষ জানাজার আয়োজন করা হয়।

এরপর রাইসির মরদেহ পূর্ব আজারবাইজানের রাজধানী মাশহাদের বিমানবন্দরে আনা হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর একটি মোটর শোভাযাত্রায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় তার শহরের মানুষ। তাকে শেষ বিদায় জানাতে আসা মানুষজনের হাতে ছিল রাইসির ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ইরানের পতাকা। এ সময় তার মরদেহ ঘিরে মানুষের আহাজারি দেখা যায়।

বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নামাজে জানাজায় নেতৃত্ব দেন। এর আগে রাইসি ও অন্যদের মৃত্যুতে  পাঁচ দিনের শোক ঘোষণা করেন খামেনি। রাইসিকে খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকেও বৃহস্পতিবার শাহর-ই শহরের শাহ আবদোল-আজিমের মাজারে দাফন করা হয়।

দাফনের আগে তেহরানের এক অনুষ্ঠানে প্রয়াত কূটনীতিককে শ্রদ্ধা জানান ইরানি কর্মকর্তা ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা।

রবিবার পূর্ব আজারবাইজান সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২৩ মে ২০২৪, ২৩:৩৯
মাশহাদে রাইসিকে শেষ বিদায় জানালেন লাখো ইরানি
২০ মে ২০২৪, ১৫:০৪
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা