ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে। ড্রোনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছেন আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম। সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
একাধিক ইরানি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, রাইসি ও আমির আব্দোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন।
রবিবার আজারবাইজান থেকে ইরান ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আল জাজিরার সাংবাদিক রেসুল সরদার বলেছেন, আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখছি, তখন এই ধরনের দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আমরা দেখেছি হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।
ইরানি কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃতদেহ এতটাই পুড়েছে গেছে যে এগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই। দুর্ঘটনাস্থলে কাদের মৃতদেহ রয়েছে তা শনাক্ত করা যায়নি।