ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির অন্তত এক যাত্রী ও একজন ক্রু সদস্যের সঙ্গে যোগাযোগ রাখছেন উদ্ধারকারীরা। তবে এখনও তা খুঁজে পাওয়া যায়নি বা সেটির কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। রবিবার (১৯ মে) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই দাবি করা হয়েছে। তবে খবরে এই বিষয়ে বিস্তারিত ও প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। ইরানি টেলিভিশনকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানি টিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। এতে হেলিকপ্টারের অন্তত এক যাত্রী ও এক ক্রু উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের এক ডেপুটি মহসেন মানসৌরি এর আগে বলেছিলেন, রাইসির হেলিকপ্টারে থাকা এক কর্মকর্তা ও ফ্লাইটটির একজন ক্রু দুর্ঘটনার পর যোগাযোগ করেছেন।
তিনি বলেছেন, এই পর্যায়ে এটি ছিল একটি আশাবাদী ঘটনা। এটি প্রমাণ করছে দুর্ঘটনা গুরুতর নয়। কারণ এতে থাকা দুই ব্যক্তি একাধিকবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।
ইরানের টেলিভিশনে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার এলাকায় ৬৫টি টিম কাজ করছে।
প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার পর থেকে তাদের অবস্থা ও হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এর আগে আইআরএনএ বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আধাসরকারি বার্তা সংস্থা ফার্স রাইসির সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্টের জন্য প্রার্থনা প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান