X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ০২:৩৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৯:৪৬

ইসরায়েলি ভূখণ্ডে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান হামলা চালালো। এই হামলার লক্ষ্যবস্তু কী তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বিমানবাহিনী ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে। ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

হাগারি বলেছেন, ড্রোনগুলো প্রতিহত করতে জিপিএস প্রযুক্তিতে অচলাবস্থা বিরাজ করছে। যদি আর কোনও হামলা হয়, যাতে জনগণকে সতর্ক করা প্রয়োজন হবে, তাহলে তা জানানো হবে।

তিনি আরও বলেছেন, ইসরায়েলি আকাশসীমায় ড্রোনগুলো প্রবেশ করলেই কেবল সাইরেন বাজানো হবে। যত দ্রুত সম্ভব ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করবে সেনাবাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথম ইরানি ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলকে অবহিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, আগামী দুই ঘণ্টার মধ্যে ইরানি অ্যাটাক ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছাতে পারে।

দুই ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ইসরায়েলের আকাশসীমার বাইরে বেশিরভাগ ড্রোনকে ভূপাতিত করার পরিকল্পনা তাদের রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ সহযোগিতা করবে।

ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়াদলিন দেশটির চ্যানেল ১২ নিউজকে বলেছেন, ইরানি ড্রোনগুলো প্রতিটি ২০ কেজি করে বিস্ফোরক দিয়ে সজ্জিত।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন লৌহদৃঢ়: হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত সফরসূচি বাতিল করে ওয়াশিংটন ফিরছেন। ইসরায়েলে ইরানি হামলা নিয়ে হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করবেন তিনি।

হোয়াইট হাউজ বলেছে, তার টিমের সদস্যরা নিয়মিত ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অপর অংশীদার ও মিত্রদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা পরিণতি পাবে।

হোয়াইট হাউজ আরও বলেছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন লৌহদৃঢ়। ইসরায়েলি জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এবং ইরানের হুমকি থেকে নিজেকে রক্ষার ইচ্ছাকে সমর্থন জানাবে।

ইসরায়েল, জর্ডান ও ইরাকের আকাশসীমা বন্ধ

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সময় রাত সাড়ে ১২টা থেকে আকাশসীমা বন্ধ থাকবে। ইরানি ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে জর্ডানও। শনিবার রাতে দেশটিতে বিমান চলাচল সাময়িক স্থগিত থাকবে। আঞ্চলিক গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের কোনও ড্রোন জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করলে তা ভূপাতিত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

দামেস্কের কনস্যুলেটে হামলার প্রতিশোধ: আইআরজিসি

ইরানের অভিজাত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে ইসরায়েলে হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। বাহিনীটি বলেছে, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ।

আইআরজিসি বলেছে, কয়েক ডজন ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করবে।

ড্রোনের চেয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি বেশি।

তিনটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে বলেছে, ইরানের দিক থেকে ইরাকের সুলায়মানিয়া প্রদেশে শতাধিক ড্রোনকে উড়তে দেখা গেছে।

দুটি ইরাকি গোয়েন্দা সূত্র বলেছে, এসব ড্রোন ইরান থেকে ইরাকের আকাশসীমা দিয়ে ইসরায়েলের দিকে এগোচ্ছে।

সূত্র: রয়টার্স, হারেৎজ, টাইমস অব ইসরায়েল

 

 

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
সর্বশেষ খবর
চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান
চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত