X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

ইয়েমেনে হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার চালানো এ হামলায় হুথিদের সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মানববিহীন এই বিমান হামলাকে আত্মরক্ষার জন্য হামলা বলে উল্লেখ করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি লোহিত সাগরে বাণিজ্য জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল।

এদিকে, বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, তারা লোহিত সাগরে হামলাকারী এক বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সময় ইসারায়েলের বন্দর নগরী ইলাতে সাইরেন বাজছিল। তবে হামলার জন্য কারা দায়ী তা উল্লেখ করেনি ইসরায়েলি বাহিনী।

এর আগে ইলাতসহ ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত মিলিশিয়া দলটি।  

গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সাথে সংযুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথিরা।

বেসামরিক নাগরিক,বেসামরিক জাহাজ এবং নিরাপরাধ নাবিকদের উপর হুথিদের হামলাকে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তবে হুথিদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম।

/এস/
সম্পর্কিত
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া
সর্বশেষ খবর
‘এই ম্যাচের আগে আমি মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি’
‘এই ম্যাচের আগে আমি মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি’
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
উত্তরায় ঢাবির বাসে হামলা, ছাত্র সংগঠনগুলোর নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত ২৫
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৯
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৩৯
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!