কানাডা ‘আত্মবিশ্বাসের’ সঙ্গে বলেছে, মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েল বোমা হামলা করেনি। রবিবার (২২ অক্টোবর) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিটিভি এ খবর জানিয়েছে।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, আমাদের ধারণা, গাজা থেকে নিক্ষেপ করা একটি ‘ভুল রকেটের’ কারণে এই হামলার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলেছে, গাজার হাসপাতালে বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী নয়। তার কিছু দিন পরই কানাডা এই একই দাবি করেছে।
বুধবার ইসরায়েল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল নয়, অন্য কোনও গোষ্ঠী গাজার হাসপাতালে হামলা করেছে।
মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কীভাবে কী ঘটেছিল তা খতিয়ে দেখার জন্য আমার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
ব্লোয়ার তার বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে কানাডিয়ান ফোর্সেস ইন্টেলিজেন্স কমান্ড তার নিজস্ব ‘পর্যালোচনা ও বিশ্লেষণ’ করেছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, উন্মুক্ত নানা উৎস এবং গোপন প্রতিবেদনের একটি বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই ঘটনার নতুন কোনও তথ্য এলে তা জানানো হবে। তাছাড়া এই বিস্ফোরণে স্বজন হারাদের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছে কানাডা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা অন্তত ৪৭১ বলে দাবি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে এই সংখ্যা ১০০ থেকে ৩০০ হতে পারে।