X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় ছুটছেন হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২২, ১৩:৫৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:৪৬

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রথমবারের মতো বড় পরিসরে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। প্রায় দশ লাখ মানুষ এবার হজে অংশ নিচ্ছেন। ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার হাজিদের গন্তব্য হবে মিনা। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রখর গরম এড়াতে অনেকেই ছাতা ব্যবহার করছেন।

বৃহস্পতিবার হাজিরা মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরের মিনায় যাত্রা করছেন। সেখানে রাতে তারা অবস্থান করবেন আর শুক্রবার আরাফাত ময়দানে সমবেত হবেন। সেখানেই হজের মূল আনুষ্ঠানিকতা হবে। এই ময়দানেই মহানবী হযরত মোহাম্মদ (সা) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হাজিদের জন্য ২৩টি হাসপাতাল ও ১৪৭টি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছে।

এছাড়া মিনাতে প্রস্তুত রাখা হয়েছে চারটি হাসপাতাল ও ২৬টি স্বাস্থ্য কেন্দ্র। নিবিড় পরিচর্যা কেন্দ্রের জন্য প্রায় এক হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে প্রায় ২৫ হাজার স্বাস্থ্যকর্মী।

মিশর থেকে যাওয়া হাজি ফাতেন আবদেল মোনিয়েম (৬৫) বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। আমি আশেপাশে ঘুরে দেখেছি এবং সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল’।

নাইমা মোহসিন (৪২) নামে মিসরের আরেক হাজি বলেন, ‘এখানে আসতে পারা আমার সঙ্গে ঘটা সবচেয়ে ভালো ঘটনা। বাকি কাজের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না। আমার একমাত্র সমস্যা আবহাওয়া। অতিরিক্ত গরম’।

এই বছর হজে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন প্রায় দশ লাখ মুসলিম। পূর্ণ টিকা নেওয়া এসব মুসলিমের মধ্যে প্রায় সাড়ে আট লাখই বিদেশি নাগরিক। করোনাভাইরাসের মহামারির কারণে দুই বছর সীমিত পরিসরে হজ পালনের পর এবারই বড় পরিসরে তা আয়োজিত হতে যাচ্ছে।

২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে যোগ দেয়। তবে পরের বছরগুলোতে মহামারির কারণে আকার সীমিত করতে হয়। ২০২১ সালে মাত্র সৌদি আরবের মাত্র ৬০ হাজার টিকা নেওয়া বাসিন্দা হজের সুযোগ পায়। ২০২০ বছর তার চেয়েও কম সংখ্যক মানুষ সেই সুযোগ পায়।

সূত্র: আরব নিউজ

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পের শুল্ককে ‘বড় আঘাত’ বলে সমালোচনা বিশ্বনেতাদের
বিমসটেকে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
ট্রাম্প প্রশাসন থেকে শিগগিরই সরে যেতে পারেন মাস্ক: পলিটিকো
সর্বশেষ খবর
বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই
বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গরীব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
গরীব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ