X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
কাশ্মীর হামলা

ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বিবিসিকেও সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৪:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:৪০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, গৃহ মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

বন্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সংবাদমাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং শুনো নিউজ-এর ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, ওমর চিমা এবং মুনীব ফারুক-এর ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা ইউটিউব চ্যানেলগুলোও বন্ধের তালিকায় রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, এসব ইউটিউব চ্যানেল ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে পরিস্থিতি আরও ঘোলাটে করছিল।

যদি কেউ এখন এই চ্যানেলগুলোতে ঢোকার চেষ্টা করে, তাহলে একটি বার্তা দেখা যাবে। তা হলো- ‘এই বিষয়বস্তু বর্তমানে এই দেশে প্রযোজ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সাথে সম্পর্কিত সরকারের একটি আদেশের আওতায় সরানো হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট (transparencyreport.google.com) দেখুন।’

 

পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। কারণ সন্দেহ করা হচ্ছে এই হামলায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে। জবাবে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি, এমনকি শিমলা চুক্তিও স্থগিত করার অধিকার রাখে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় যারা জড়িত, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না।

তিনি আরও বলেছেন, কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্রোধ ছড়িয়ে পড়েছে। এই হামলা কেবল নিরীহ পর্যটকদের উপর ছিল না; দেশের আত্মার উপর আঘাত করা হয়েছে। এখন সময় এসেছে সন্ত্রাসের আস্তানা যেটুকু বাকি আছে তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার। ১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি সন্ত্রাসের মদতদাতাদের মেরুদণ্ড ভেঙে দেবে।

এদিকে সরকার সংবাদমাধ্যম বিবিসিকেও সতর্কবার্তা দিয়েছে। হামলার পর তাদের একটি শিরোনামে লেখা হয়েছিল-‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ভারতের জন্য ভিসা স্থগিত করেছে।’

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন, এই শিরোনামটি পড়ে মনে হতে পারে যেন ভারতই পর্যটকদের হত্যা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, ভারতের ‘কঠোর অনুভূতি’ বিবিসির ভারতীয় প্রধান জ্যাকি মার্টিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদীদের ‘মিলিট্যান্ট বা জঙ্গি’ হিসেবে অভিহিত করার বিষয়ে বিবিসিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্রের দাবি, সরকার বিবিসির প্রতিবেদনগুলোর ওপর নজর রাখছে।

/এস/
সম্পর্কিত
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
ক্রিমিয়া ছেড়ে দিতে পারেন জেলেনস্কি, আভাস দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
সর্বশেষ খবর
চার জেলায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু
চার জেলায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু
বাংলাদেশের গ্রুপে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া
বাংলাদেশের গ্রুপে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া
জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু
জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ