X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ভারতীয় পাসপোর্ট বানিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক!

রক্তিম দাশ, কলকাতা
১৮ নভেম্বর ২০২৪, ১৩:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩:৫১

বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে গিয়ে নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এক বাংলাদেশি! এই অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীর বাসিন্দা সৌরভ সিং আদালতে অভিযোগ করেছেন, ২০১০ সাল নাগাদ অবৈধভাবে ভারতে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। এরপর একে একে ভারতে আসেন তার দুই ছেলে অসীম ও মনীশ। কল্যাণী টাউনশিপে সৌরভ সিংয়ের জমির পাশেই তারা বসবাস শুরু করেন। 

এর পর তারা নথি জাল করে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেন। সেইসব নথির সাহায্যে তারা সৌরভের জমি দখল করে নেন। তাদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে জমি বিবাদ সংক্রান্ত মামলাও দায়ের করেন তিনি। এর মধ্যেই ২০১৮ সালে মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গলদ ধরা পরায় তিনি ভারতের অভিবাসন দফতরের হাতে ধরা পড়েন। ওই সময় তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

সৌরভের অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেও কয়েক বছর পর তিনি আবার ভারতে আসেন। এর মধ্যেই জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট দিয়ে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান অসীম। মনীশ ও তার বাবা মনোরঞ্জন এখনও ভারতেই রয়েছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফরেনার্স আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। সেই অভিযোগের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মনীশ। সেই আবেদন নাকচ হয়। তারপরও পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি করেন সৌরভের আইনজীবী শিবাজীকুমার দাস। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী স্বীকার করে নেন,অসীম বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ।

নির্দেশে তিনি জানান, সিআইডির ‘মিসিং পার্সন ব্যুরো’ এই ঘটনার তদন্ত করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে। ১১ তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।   

/এস/
সম্পর্কিত
‘বার্থ টুরিজম’ বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ