X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

ভারতীয় পরিচয়পত্রসহ পশ্চিমবঙ্গে গ্রেফতার বাংলাদেশি

রক্তিম দাশ, কলকাতা
০১ জুলাই ২০২৪, ২৩:২৯আপডেট : ০১ জুলাই ২০২৪, ২৩:৩৩

পশ্চিমবঙ্গের কোচবিহার শহর থেকে আবারও আধার কার্ড, প্যান কার্ড ও ভারতীয় জাল কাগজপত্রসহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই ব্যক্তিকে গ্রেফতার করে।

কয়েক মাস আগেই ইরানের চারজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল, যাদের কাছে জাল ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার কোচবিহার শহর থেকে শরিফ মণ্ডল আলি (৬৪) নামে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো। তার সঙ্গে কোনও জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্পেশাল টাস্ক ফোর্স (ওয়েস্ট বেঙ্গল) অপারেশন বিভাগের এসপি ইন্দ্রজিৎ পাল বলেছেন, ‘গ্রেফতারকৃত কয়েক মাস ধরেই কোচবিহারে ছিল। তার কাছে কীভাবে ভারতীয় জাল কাগজপত্র এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় স্কুলের প্রশংসাপত্রও পাওয়া গেছে। বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো হয়ে শরিফ কোচবিহারে এসেছিল। তবে কী উদ্দেশ্যে এখানে এসেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে এখানে যে তার অবৈধ কোনও কাজকর্মের পরিকল্পনা ছিল, তা তদন্তকারীদের কাছে স্পষ্ট।

বারবার কোচবিহারে অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। কোচবিহার জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকায় স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে চোরাপথে বিদেশিদের ঢুকে পড়া, এমনকি এখানে এসে জাল ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বিদ্যালয়ের প্রশংসাপত্র তৈরি করে ফেলার ঘটনায় তদন্তকারীদের কপালেও চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক স্তরের বড় কোনও সংগঠন এর পেছনে রয়েছে কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

/এএ/
সম্পর্কিত
সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে?
ভারতীয় নীতিনির্ধারকরা বাংলাদেশিদের তাচ্ছিল্য করে, অভিযোগ বিএনপির
ভয়াবহ বন্যার কবলে আসাম, মৃতের সংখ্যা বেড়ে ৩৮
সর্বশেষ খবর
জমজমাট লড়াই শেষে তাসকিনদের কলম্বোর হার
জমজমাট লড়াই শেষে তাসকিনদের কলম্বোর হার
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?