X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের চেয়ে ভারতের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৪, ১০:২৬আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:২৬

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত এবং পাকিস্তান সহ নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। এর মধ্যে বেশ কয়েকটি দেশ ২০২৩ সালে নতুনভাবে পারমাণবিক-সক্ষম অস্ত্র ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে। সোমবার (১৭ জুন) সুইডিশ থিঙ্ক-ট্যাঙ্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এসআইপিআরআই জানিয়েছে, চীনের পারমাণবিক অস্ত্রাগারে ২০২৩ সালের জানুয়ারিতে ৪১০টি ওয়ারহেড ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০টিতে। এটি বাড়তে থাকবে বলে আশা করছে দেশটি। এছাড়া প্রথমবারের মতো উচ্চ অপারেশনাল সতর্কতায় চীনের কিছু ওয়ারহেড রয়েছে বলে মনে করা হচ্ছে।

এসআইপিআরআই বলেছে, নয়টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র -যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। তারা তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্রে সক্ষম অস্ত্র মোতায়েন করেছে।

থিঙ্ক-ট্যাঙ্কের মতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের জানুয়ারিতে ভারতের সঞ্চিত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ১৭২। যেখানে পাকিস্তানের  পাকিস্তানের সংখ্যা ছিল ১৭০।

ভারত ২০২৩ সালে তার পারমাণবিক অস্ত্রাগারকে কিছুটা প্রসারিত করেছে। ভারত-পাকিস্তান উভয়ই ২০২৩ সালে নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পাকিস্তান ভারতের পারমাণবিক প্রতিরোধের প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এখন ভারত চীনজুড়ে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এমন অস্ত্রসহ দূরপাল্লার অস্ত্রের ওপর জোর দিচ্ছে।

এদিকে, চীনের পারমাণবিক ওয়ারহেডের মজুদ এখনও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই কম বলে ধারণা করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
কাশ্মীর সীমান্তে চতুর্থ রাতের মতো ভারত-পাকিস্তানের গুলি বিনিময়
দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুতে ইসরায়েলের হামলা
সর্বশেষ খবর
হোয়াইট হাউজে প্রথম ১০০ দিন: বিশ্বব্যবস্থাকে কি নড়বড়ে করে দিচ্ছেন ট্রাম্প?
হোয়াইট হাউজে প্রথম ১০০ দিন: বিশ্বব্যবস্থাকে কি নড়বড়ে করে দিচ্ছেন ট্রাম্প?
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস