ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে শান্তি ও সমৃদ্ধি এনেছেন। এনডিএ সরকার নিশ্চিত করবে যাতে করে ভারতের প্রবৃদ্ধি গতিশীল থাকে। মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তিনি যখন এই মন্তব্য করেন তখন নিজের আসনে কংগ্রেস প্রার্থী নাবাল তুকির চেয়ে ৯৬ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
রিজিজু বলেছেন, অনেক রাজ্যে কংগ্রেসের গুরুত্ব অনেক কমে গেছে। এনডিএ জোটের সঙ্গে বিরোধী জোট ইন্ডিয়া-এর কোনও তুলনা হয় না। তারা কার্যকর জোট নয়।
তিনি বলেছেন, মোদির নীতি ও কাজের ধারা হলো সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন। মোদি পুরো এনডিএকে ঐক্যবদ্ধ করেছেন। সবাইকে সঙ্গে নেওয়ার সক্ষমতা রয়েছে মোদির।
অরুণাচল প্রদেশে বিজেপি নির্বাচন জিতছে বলেও মন্তব্য করেছেন রিজিজু। তিনি বলেছেন, বিভিন্ন রাজ্যের ফল আমাদের প্রত্যাশার বিপরীত। তবে সামগ্রিকভাবে এনডিএ জোটের প্রতি সমর্থন স্পষ্ট। মোদি টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন নিশ্চিত। এটি ঐতিহাসিক।
তিনি আরও বলেছেন, গণতন্ত্রে জনগণের কণ্ঠই হলো ভগবানের কণ্ঠ। জনগণের রায় আমরা সবিনয়ে মেনে নেব।