ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরুর পর থেকেই এগিয়ে রয়েছে এনডিএ। কিন্তু সব হিসেব পাল্টে দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এনডিএ’র সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ইন্ডিয়া। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
কিন্তু রাজ্যগুলোর কী অবস্থা? এবারের ভোটে বিশ্লেষকদের নজর ছিল ভারতের প্রধান প্রধান রাজ্যগুলোর ওপর। সবচেয়ে আশা ছিল উত্তর প্রদেশ নিয়ে। সেই উত্তর প্রদেশে দেখা গেছে, এনডিএ এগিয়ে রয়েছে ৩৭ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৪২ আসনে। এখানে মোট আসন ৮০টি।
পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপগুলো বলেছিল,এনডিএ এগিয়ে থাকবে ২৬/২৭ আসনে। কিন্তু ভোটের গণনায় হিসেব পাল্টে গেল। বাংলার মোট ৪২ আসনের মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে ১০ আসনে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩১ আসনে।
তামিলনাড়ুতে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে এনডিএ। এখানে দলটি এগিয়ে রয়েছে ২টি আসনে। আর ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৩৬ আসনে।মোট আসন ৩৯ টি।
তবে মধ্যপ্রদেশে শক্ত অবস্থানে রয়েছে এনডিএ। রাজ্যের মোট ২৯ আসনের মধ্যে সবগুলোতেই এগিয়ে রয়েছে এনডিএ।
বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থানে ভালো অবস্থানে রয়েছে এনডিএ। বিহারের ৪০ আসনের মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে ৩১ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৯ আসনে। অন্ধ্রপ্রদেশের ২৫ আসনের ২১ টিতেই এগিয়ে এনডিএ।
কর্ণাটকের ২৮ আসনের ১৯টিতে এগিয়ে এনডিএ। ৯ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট।
মোদির রাজ্য গুজরাটের ২৬ আসনের মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে ২৪ আসনে। আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২ আসনে।
তবে কেরালায় এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। রাজ্যের ২০ আসনের মধ্যে এই জোট এগিয়ে রয়েছে ১৭ আসনে। এনডিএ এগিয়ে রয়েছে ২ আসনে।