X
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
২১ আষাঢ় ১৪৩১

রিমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ২ জনের মৃত্যু, বৃষ্টিপাত অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ০৯:৪০আপডেট : ২৭ মে ২০২৪, ১৫:০৫

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে দুইজন মারা গেছে। সোমবার (২৭ মে) সকাল থেকে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা ও হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় মেট্রো পরিষেবাও বন্ধ। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রবিবার রাত আটটার পর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। এর প্রভাবে রবিবার রাত ১০টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। এমনকি, সোমবার সকালেও আবহাওয়ার খুব একটা উন্নতি হয়নি। ঝড় থামলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

খারাপ আবহাওয়ার কারণে কলকাতার বিবির বাগান এলাকায় মোহাম্মদ সজীব নামে একজন মারা গেছেন। এছাড়া সুন্দরবন ব-দ্বীপ সংলগ্ন নামখানার কাছে মৌসুনি দ্বীপের একটি কুঁড়ে ঘরে গাছ চাপা পড়ে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে।

কলকাতার রাস্তাঘাট রাত থেকেই জলমগ্ন। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নীচু এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ সঙ্কট।

রেললাইনের উপর একাধিক গাছ পড়ে গেছে। সেকারণেই শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার সবগুলো ও হাওড়ায় লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে।

রেল সূত্রে জানা গেছে, লাইনের উপর থেকে গাছ সরিয়ে ট্র্যাক পরীক্ষা করার পর ট্রেন চালানো সম্ভব। আবহাওয়া খারাপ থাকায় সেই কাজ দ্রুত সম্ভব হচ্ছে না। ফলে রেল পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর ২১ ঘণ্টার জন্য ফ্লাইট অপারেশন স্থগিত করেছে। ৩৯৪টি ফ্লাইট বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকেও চালু হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ায় তা এখনও বন্ধ রয়েছ বলে জানানো হয়েছে। কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরও কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কলকাতা-আগরতলা রুটে বিমান চলাচল বন্ধ করেছে ত্রিপুরা সরকারও। ২৭ ও ২৮ মে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

 

/এস/
সম্পর্কিত
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাজিমাত
আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনচলছে দ্বিতীয় দফার ভোট, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম
সর্বশেষ খবর
বাড়তে পারে বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
বাড়তে পারে বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাজিমাত
ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাজিমাত
সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় এলআরএফের নিন্দা
সাংবাদিক অপূর্ব আলাউদ্দিনকে লাঞ্ছনার ঘটনায় এলআরএফের নিন্দা
সর্বাধিক পঠিত
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)