X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সহিংসতার পর ‘অর্থনৈতিক বয়কটের’ মুখে হরিয়ানার মুসলিমরা 

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ২০:০০আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২০:২১

ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে অঞ্চলের মুসলিমদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উগ্র ডানপন্থি হিন্দু সংগঠনগুলো। তারা মুসলমানদের সংঘাত কবলিত গ্রাম থেকে বের করে দেওয়ারও আহ্বান জানিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের একটি ধর্মীয় শোভাযাত্রায় হামলার পর ৩১ জুলাই রাজ্যের নুহ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। এতে দুই নিরাপত্তারক্ষীসহ ৬ জন নিহত হয়।

সাম্প্রদায়িক সংঘর্ষ দ্রুত অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। গুরুগ্রামে একটি মসজিদে আগুন দেওয়া হলে সহকারি ইমাম ২২ বছরের মোহাম্মদ সাদ নিহত হন।

সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের আহ্বান জানানো হয়। এর ধারাবাহিকতায় ২ আগস্ট হিসার জেলার হানসি শহরে একটি বিক্ষোভ কর্মসূচি হয়। এতে হিন্দু ডানপন্থি দল বজরং দলের নেতা কৃষ্ণ গুরজরাকে আল্টিমেটাম দিতে শোনা যায়।

তিনি বলেছিলেন, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মুসলিম কর্মচারীকে বরখাস্ত করতে হবে, তা না হলে তাদের বয়কট করা হবে।   

এ বিষয়ে গুরজার আল জাজিরাকে বলেন, ‘আমি রোহিঙ্গাদের মতো বহিরাগত মুসলমানদের উচ্ছেদের কথা বলেছিলাম।’

এদিকে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছেন, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৩১২ জনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। নজরদারিতে রাখা হয়েছে অন্তত ১০৬ জনকে।

সম্প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন আইনজীবী শাহরুখ আলম।  মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট আহ্বানকে কাঠামোগত সহিংসতার অংশ বলে অভিহিত করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে অভিযোগ দায়েরের অপেক্ষা না করে ঘৃণাত্মক বক্তব্যের ঘটনাগুলো নথিভুক্ত করতে রাজ্যগুলোকে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট।

সূত্র: আল জাজিরা

/এসপি/
সম্পর্কিত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
অগ্রগতি না হলে ইউক্রেনের শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
কুয়েট শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
কুয়েট শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা