X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ভারতে তাপপ্রবাহ: উত্তর প্রদেশে এত মৃত্যুর কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৬:৪৭আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:১৭

ভারতের জনবহুল দুই রাজ্য উত্তর প্রদেশ এবং বিহারে অসহনীয় গরমে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরে রাজ্য দুটিতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 

জুন মাসে তাপপ্রবাহ সাধারণ ঘটনা। তখন গ্রীষ্মের তাপ বর্ষা আসার আগে সর্বোচ্চ তীব্রতায় বেড়ে যায়। এ সময়ে অনেক ভারতীয় তীব্র রোদ মাথায় নিয়ে জীবিকা নির্বাহের জন্য বাইরে যায়। তখন তাদের মাথায় থাকে কেবল একটি ভেজা কাপড়।

ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বিজ্ঞানী অতুল কুমার সিং বলেন, ‘উত্তর প্রদেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনও স্বস্তির আশা নেই।’

উত্তর প্রদেশে প্রায় সব মৃত্যুই ঘটেছে বালিয়া জেলায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘বালিয়ায় এত বেশি মানুষের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

বালিয়ার এত মৃত্যুর জন্য জেলার সরকারি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বদলি করা হয়েছে। তবে কিছু চিকিৎসক বলছেন, লক্ষণগুলো ক্লাসিক তাপ-সম্পর্কিত নয়।

বালিয়ায় রাজ্য সরকারের পাঠানো বিশেষজ্ঞদের একটি দল জানায়, মৃত্যুগুলো অন্যান্য কারণেও হতে পারে। তবে তারা এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট নয়।

দলের সদস্য ডা. এ কে সিং এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, ‘এগুলো তাপপ্রবাহ-সম্পর্কিত মৃত্যু বলে মনে হচ্ছে না। কারণ, কাছাকাছি জেলাগুলো একই রকম গরমের সম্মুখীন হচ্ছে। কিন্তু সেখানে এমন মৃত্যু হচ্ছে না। প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে বেশিরভাগেরই বুকে ব্যথা ছিল, যা তাপপ্রবাহে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ নয়।’  

 

সোমবার উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে মানুষ ভিড়। ছবি: এপি

তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এ মৃত্যু হতে পারে। বালিয়ার হাসপাতালে অন্তত ৪০০ জন ভর্তি আছে। হাসপাতালে উপচে পড়া ভিড় দেখা গেছে।’

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, জ্বর, বমি, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে রোগীরা আসছেন। তাদের জন্য অতিরিক্ত বিছানা এবং চিকিৎসা কর্মী সরবরাহ করা হয়েছে।

এদিকে বালিয়ার অপর্যাপ্ত চিকিৎসা সুবিধার জন্য বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধুয়ে দিচ্ছেন।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ‘রাজ্য সরকারের উদাসীনতার কারণে রাজ্যজুড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছে। সরকারের উচিত ছিল তাপপ্রবাহ সম্পর্কে জনগণকে সতর্ক করা। গত ছয় বছরে একটিও জেলা হাসপাতাল তৈরি হয়নি। যারা জীবন হারিয়েছে তারা দরিদ্র কৃষক। তারা সময় মতো খাবার, ওষুধ এবং চিকিৎসা পায়নি।’

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে আবহাওয়াকে বিরূপ করে তুলেছে। তাপপ্রবাহ, বন্যা, দাবানল ঘন ঘন দেখা দিচ্ছে। এই তাপপ্রবাহের সময় ১২০ কোটি জনসংখ্যার ভারতে তীব্র খাবার পানির ঘাটতি দেখা দেয়।

এদিকে উত্তর প্রদেশ ও বিহার যখন গরমে পুড়ছে তখন দেশটির মরু রাজ্য রাজস্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে তলিয়ে গেছে গ্রাম, রাস্তাঘাট, রেললাইন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হাসপাতালের করিডোরে কোমর-উঁচু পানি রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

 

 

 

 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
চীন-মার্কিন শুল্কযুদ্ধে অ্যাপলের ‘আটকে যাওয়ার’ গল্প
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ এপ্রিল, ২০২৫)
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক