X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মেয়ের মরদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি, তদন্তের নির্দেশ

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৬:৪২আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:৩০

সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যাওয়া এক ভারতীয় বাবার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। ছত্তিশগড় রাজ্যের সারগুজা জেলায় এই ঘটনা ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও।

কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি শুক্রবার সকালে জেলার লাখানপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায় আর মরদেহ বহন করা গাড়ি আসার আগেই তার বাবা মরদেহ নিয়ে চলে যান। তারা জানান, আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাস তার মেয়ে সুরেখাকে নিয়ে লাখানপুর কমিউনিটি হেলথ সেন্টারে যান শুক্রবার সকালে।

ওই কেন্দ্রে কর্মরত রুরাল মেডিক্যাল অ্যাসিসটেন্ট (আরএমএ) ডা. বিনোদ ভারগভ বলেন, ‘মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল, প্রায় ৬০ এর কাছাকাছি। তার বাবা-মা জানিয়েছিল গত কয়েক দিন ধরে সে তীব্র জ্বরে ভুগছিল। প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় আর সকাল সাড়ে সাতটার দিকে মারা যায়।’

ডা. বিনোদ ভারগভ বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের বলেছিলাম তাড়াতাড়ি মরদেহ বহন করা গাড়ি পৌঁছাবে। সকাল নয়টা ২০ মিনিটে গাড়ি পৌঁছায়, কিন্তু তার আগেই তারা মরদেহ নিয়ে চলে যায়।’

ভিডিওতে দেখা গেছে, ওই বাবা মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হাঁটছেন। বাড়ি পৌঁছাতে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হয় তাকে।

ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলার মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার আম্বিকাপুর সফরে গিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটা বিরক্তিকর। আমি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে বলেছি। আমি তাকে সেখানে কর্মরত যারা দায়িত্ব পালন করতে পারেনি, তাদের সরিয়ে দিতে বলেছি।’

সূত্র: এনডিটিভি

 

/জেজে/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু