রাশিয়ার সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। মস্কোর পূর্বে বালাশিখা শহরে শুক্রবার এই হামলায় মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তদন্ত কমিটির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মস্কালিক রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টোরেটের ডেপুটি প্রধান ছিলেন। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, পার্ক করা একটি গাড়িতে বোমা পুঁতে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা মস্কালিক সেখানে হেঁটে যাওয়ার সময় দূর থেকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা। ইজভেস্তিয়া পত্রিকা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে পার্ক করা গাড়ির পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এরপরই বিস্ফোরণে গাড়ির টুকরো কয়েক মিটার উঁচুতে উঠে যায়।
কমারসেন্ট পত্রিকার খবরে বলা হয়েছে, এই হামলায় আরও একজন নিহত হয়েছেন।
মেজর জেনারেল মস্কালিক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের নর্ম্যান্ডি ফরম্যাট বৈঠকে তিনি রাশিয়ান প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তি বাস্তবায়ন তদারকি করা। ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের পাশাপাশি মস্কালিক সেনাবাহিনীর জেনারেল স্টাফের পক্ষে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন।
গত ডিসেম্বরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লাগিয়ে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে হত্যা করেছিল। কিরিলভকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী করা হয়েছিল। মস্কালিকের হত্যাকাণ্ডের বিষয়ে এসবিইউ এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা হয়েছে। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে আসছে।