রোমান ক্যাথলিক কার্ডিনালদের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। সোমবার ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে কথা বলা এই ধর্মগুরু তার ১২ বছরের পাপাল শাসনামলে ঐতিহ্যবাদীদের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চলতি বছরের শুরুতে পাঁচ সপ্তাহ হাসপাতালে কাটান পোপ ফ্রান্সিস। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। তবে ভ্যাটিকান সোমবার তার শেষ মুহূর্তের বর্ণনা দিয়েছে। তাদের বক্তব্য, দ্রুত মৃত্যু হয়েছে এবং তিনি কষ্ট পাননি।
ভ্যাটিকানের সরকারি মিডিয়া চ্যানেল জানায়, সোমবার ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ (জিএমটি ৩টা ৩০ মিনিট) তিনি অসুস্থ বোধ করলে তার চিকিৎসক দল তাকে দেখেন। এর এক ঘণ্টার বেশি সময় পর তিনি তার সেবাকর্মী ম্যাসিমিলিয়ানো স্ট্রাপেটিকে বিদায়ের ইশারা করে কোমায় চলে যান। সকাল ৭টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
ভ্যাটিকান সান্তা মার্তা রেসিডেন্সের চ্যাপেলে পোপের শবাধার রাখা হয়েছে। সেখানে তিনি তার পাপাল শাসনামলে বসবাস করতেন। ভেস্টমেন্ট পরিহিত অবস্থায় রোজারি হাতে তার একটি খোলা কফিনের ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান। সুইস গার্ডরা কফিনের পাশে সম্মান রক্ষায় দাঁড়িয়েছেন। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলাসহ গণ্যমান্য ব্যক্তিরা লাতিন আমেরিকার প্রথম পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার সকাল ৯টায় (জিএমটি ৭টা) কার্ডিনালদের নেতৃত্বে একটি শোভাযাত্রায় তার দেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর শনিবার সকাল ১০টায় ১৬শ শতকের এই ব্যাসিলিকার সামনে সেন্ট পিটার্স স্কয়ারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ৯১ বছর বয়সী কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে এই অনুষ্ঠান পরিচালনা করবেন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী রোমে আসবেন। ট্রাম্প অভিবাসন নিয়ে পোপের সঙ্গে কয়েকবার সংঘাতে জড়িয়েছিলেন। এ ছাড়া ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন, আর্জেন্টিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টরা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ও বেলজিয়ামের রাজা-রানি শেষকৃত্যে অংশ নেবেন।
পোপ ফ্রান্সিস তার শেষ ইচ্ছায় জানিয়েছেন, তিনি রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় সমাহিত হতে চান। অনেক পূর্বসূরির মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাধি নেওয়ার রীতি ভেঙে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি
পোপের মৃত্যুর পর ১.৪ বিলিয়ন সদস্যের ক্যাথলিক চার্চ নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। পোপের ফিশারম্যান রিং ও সীল ভেঙে দেওয়া হয়েছে, যাতে সেগুলো অন্য কেউ ব্যবহার করতে না পারে। রোমের সব কার্ডিনালকে মঙ্গলবার এক জরুরি বৈঠকে ডাকা হয়েছিল, যেখানে আগামী দিনগুলোর কর্মসূচি ও নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত চার্চের দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
নতুন পোপ নির্বাচনের কনক্লেভ সাধারণত পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিন পর শুরু হয়। অর্থাৎ, ৬ মে’র আগে এটি শুরু হওয়ার কথা নয়। সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হলে বোঝা যাবে নতুন পোপ নির্বাচিত হয়েছেন।
পোপ ফ্রান্সিস একটি বিশৃঙ্খল চার্চের দায়িত্ব পেয়েছিলেন। তিনি ভ্যাটিকানের প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন ও শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন, যদিও সাফল্য মিশ্রিত। তার নিযুক্ত কার্ডিনালদের ৮০ শতাংশ এখনও দায়িত্বে রয়েছেন, যা তার প্রগতিশীল নীতিগুলো ধরে রাখার সম্ভাবনা বাড়িয়েছে।
তার শাসনামলের একটি বৈশিষ্ট্য ছিল দূরবর্তী অঞ্চলে কার্ডিনাল নিয়োগ দেওয়া, যেখানে ক্যাথলিকরা সংখ্যালঘু অথবা যেসব স্থানে পশ্চিমের তুলনায় গির্জার সম্প্রসারণ দ্রুত হচ্ছে।