X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে: মার্কিন দূত 

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ২৩:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

ইউক্রেনের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ চুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। সোমবার রাতে এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার পর তিনি এই মন্তব্য করেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করেছেন যে, শান্তি চুক্তির শর্তাবলিতে সম্মত হওয়া ‘সহজ নয়’। অন্যদিকে, ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটনকে মস্কোর যুদ্ধবিরতি বিলম্বের কৌশলে প্রতারিত না হতে বলেছে। 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা এমন কিছু সন্ধিক্ষণে রয়েছি, যা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনার পর তিনি একটি চুক্তির সম্ভাবনা দেখেছেন বলেও জানান। তিনি রাশিয়া-মার্কিন সম্পর্ক পুনর্গঠন এবং বাণিজ্যিক সুযোগের মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা আনার কথাও উল্লেখ করেন। 

জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার আগে ট্রাম্প দাবি করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই সংঘাত সমাধান করতে পারবেন। এরপর থেকে এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৈঠক। তবে কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও যুদ্ধবিরতি অর্জনে তেমন অগ্রগতি হয়নি। রাশিয়া কোনও গুরুত্বপূর্ণ ছাড় দিচ্ছে না, বরং ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। রবিবার সুমি শহরে যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ট্রাম্প একে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। 

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত শক্তি সুবিধাগুলোতে হামলা বন্ধের চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। 

দোষারোপের খেলা

উইটকফের আশাবাদী বক্তব্যের পরও ল্যাভরভ সোমবার কমারস্যান্ট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শান্তি চুক্তির মূল উপাদানগুলোতে সম্মত হওয়া সহজ নয়। তবে তিনি স্বীকার করেছেন যে, ট্রাম্প প্রশাসন সংঘাতের ‘মূল কারণ’ বুঝতে চেষ্টা করছে। তার মতে, ওয়াশিংটন ও ব্রাসেলসের কর্মকাণ্ডই ইউক্রেনে বর্তমান শাসককে ক্ষমতায় এনে সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে। 

ট্রাম্প ইউক্রেনকে হতবাক করে দিয়ে রাশিয়ার অনেক এজেন্ডা সমর্থন করেছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সঙ্গে মিলে এই যুদ্ধ শুরু করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের বাহিনী ইউক্রেন আক্রমণ করে। ট্রাম্পের ভাষ্য, ‘তিন ব্যক্তির কারণে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে’। 

সদিচ্ছাকে উপহাস

ফেব্রুয়ারিতে ট্রাম্পের রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু বিশ্বকে হতবাক করেছিল। সমালোচকদের মতে, এটি ক্রেমলিনকে শর্তাবলিতে সুবিধা দিয়েছে। ইউক্রেনের লাভজনক খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিয়ে আলোচনা ছয় সপ্তাহ আগে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির তীব্র বিতর্কের পর রূঢ় সূচনা হয়েছিল। 

ইউক্রেন যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা থেকে বাদ পড়ায় উদ্বিগ্ন। জেলেনস্কি সিবিএসের ৬০ মিনিটস প্রোগ্রামে বলেন, ‘যেকোনও সিদ্ধান্ত বা আলোচনার আগে মানুষ, বেসামরিক নাগরিক, যোদ্ধা, হাসপাতাল, গির্জা, ধ্বংস হওয়া বা নিহত শিশুদের দেখে আসুন।’ 

এদিকে, ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা ট্রাম্প ও তার দলকে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনার বিলম্ব কৌশলে প্রতারিত না হতে বলেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি সোমবার বলেন, তিনি আশা করেন সুমি হামলার পর ট্রাম্প ও তার প্রশাসন বুঝতে পারবেন যে পুতিন ‘তাদের সদিচ্ছাকে উপহাস করছেন’।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ফ্রান্সে একাধিক কারাগারে হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ 
পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোকে হুমকি দিলেন রুশ গোয়েন্দা প্রধান
দুই বছরের গৃহযুদ্ধে সুদানে ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল, ২০২৫)
ভিলার দারুণ প্রত্যাবর্তনেও শেষ চারে পিএসজি
ভিলার দারুণ প্রত্যাবর্তনেও শেষ চারে পিএসজি
কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
ডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা
ডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড