গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেটো। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সমালোচনা করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের অভিযানে যুক্তরাষ্ট্রের মতো ইতালিও দৃঢ় সমর্থন জানিয়েছিল। তবে ক্রোসেটো সম্প্রতি ফিলিস্তিনি অঞ্চলে হাসপাতালে হামলা ও বেসামরিক নাগরিক ও প্যারামেডিকসহ নিহতদের ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।
তিনি বলেন, আমার কাছে ফিলিস্তিনি শিশুর মূল্য ইউক্রেনীয় বা ইতালীয় শিশুর সমান। ফিলিস্তিনি হাসপাতালের মূল্যও ইউক্রেনীয় বা ইতালিয়ান হাসপাতালের মতো। ইসরায়েলের উচিত তাদের ভুল স্বীকার করা। কখনও কখনও ‘সরি’ বলার সাহস দেখাতে হয়।
গত মাসে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ায় তিনি আফসোস প্রকাশ করেন। তার আশঙ্কা, এই সহিংসতা গাজার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, গাজা একটি পুকুর, যেখানে প্রতিদিন পাথর ছোড়া হচ্ছে। এই পাথরের সৃষ্টি করা ঢেউ দিন দিন বাড়ছে।
তিনি বিশেষভাবে ইরানের সঙ্গে যুদ্ধের হুমকির কথা উল্লেখ করেন।