X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে সন্দেহভাজন রুশ আততায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২২:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২২:২৯

রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) নির্দেশে ইউক্রেনের এক সেনা হত্যা ও বিভিন্ন সরকারি ভবনে বিস্ফোরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

গ্রেফতারকৃত ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসে তিনি ইউক্রেনের এক সেনাকে গুলি করে হত্যা করেন। 

অ্যাটর্নি জেনারেল অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সন্দেহভাজন খারকিভ অঞ্চলের এক কর্মকর্তা ভিয়াচেস্লাভ জাদোরেঙ্কোর গাড়ির নিচে বিস্ফোরক স্থাপন করেছিলেন। তবে সতর্ক থাকায় জাদোরেঙ্কো নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হন। 

এছাড়া ৫০ হাজার ডলার পুরস্কারের বিনিময়ে খারকিভ অঞ্চলের প্রধান ওলেহ সিনিহুবোভকে হত্যার দায়িত্বও তার ওপর অর্পণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি খারকিভ শহরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি ভবনেও বিস্ফোরক স্থাপন ও সেগুলো বিস্ফোরণ করেছিলেন। 

গত শুক্রবার ইউক্রেনের ডিনিপ্রো শহরে স্থানীয় এক আইনপ্রণেতা গাড়ি বোমা হামলায় নিহত হন। ইউক্রেনীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এই গ্রেফতার করা হলো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে উভয় দেশই একে অপরের কর্মকর্তাদের টার্গেট করে হত্যার চেষ্টা চালিয়ে আসছে। গত বছর মে মাসে ইউক্রেনের কাউন্টারইন্টেলিজেন্স তদন্তকারীরা দাবি করেছিল, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ও এসবিইউ নিরাপত্তা বাহিনীর প্রধানকে হত্যার রাশিয়ার পরিকল্পনা তারা ব্যর্থ করে দিয়েছে। 

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তাকে হত্যার একাধিক প্রচেষ্টা চালানো হয়েছে। এফএসবি এই সন্দেহভাজন সম্পর্কে কিয়েভের অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
এবার হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের
কলম্বিয়ায় পীতজ্বরের প্রাদুর্ভাব, জরুরি স্বাস্থ্য অবস্থা জারি
ইউক্রেন ও ইরান ইস্যুতে বৈঠক করতে প্যারিস যাচ্ছেন শীর্ষ মার্কিন কর্মকর্তা
সর্বশেষ খবর
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
এবার হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের
এবার হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প