X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

তুরস্কে বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী হলেন কারাবন্দি ইমামোগলু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ১৭:৩৯আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৭:৩৯

ইস্তাম্বুলের কারাগারে আটক থাকা মেয়র একরেম ইমামোগলু তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ১ কোটি ৭০ লাখ দলীয় সদস্য ও ১ কোটি ৩০ লাখ সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ১৪ কোটি ৮৫ লাখের বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার ইমামোগলুকে আটকের পর থেকে তুরস্কজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিরোধীরা দাবি করছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমামোগলুর জনপ্রিয়তা দেখে তাকে রাজনৈতিকভাবে দমনের চেষ্টা চলছে। তবে সরকার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আদালত স্বাধীনভাবে কাজ করেন। 

সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল এক্স (টুইটার) এ লিখেছেন, একরেম ইমামোগলুর পক্ষে এ বিপুল ভোট প্রেসিডেন্ট এরদোয়ানের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন আগাম নির্বাচন অনিবার্য।

কারাগার থেকে দেওয়া এক বিবৃতিতে ইমামোগলু বলেন, এ নির্বাচনে রেকর্ড সংখ্যক মানুষের অংশগ্রহণ তাকে অত্যন্ত খুশি করেছে। তিনি দেশজুড়ে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন। 

ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় শুনানির জন্য রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হয়। তবে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে ইস্তাম্বুলের সিলিভরি এলাকার মারমারা কারাগারে রাখা হয়েছে। 

ওজেল এক্সে আরও অভিযোগ করেন, বিরোধীপক্ষের কণ্ঠ রোধ করতে সরকার এক্স প্ল্যাটফর্মের শতাধিক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স জানিয়েছে, তুরস্কের তথ্য প্রযুক্তি কর্তৃপক্ষ (বিটিকে) ৭০০টির বেশি অ্যাকাউন্ট বন্ধের আদেশ দিয়েছে, যার মধ্যে সংবাদমাধ্যম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট রয়েছে।

রবিবার রাতে ইস্তাম্বুল ও আঙ্কারায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তুরস্কের হাল্ক টিভি জানিয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে অন্তত তিন সাংবাদিককে আটকের খবর পাওয়া গেছে। 

আল জাজিরার প্রতিবেদক আকসেল জাইমোভিচ জানান, ইস্তাম্বুল ও আশেপাশের এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিক্ষোভকারীদের ছোড়া ফ্লেয়ার ও বোতলের জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। 

স্থানীয় সাংবাদিক তানসেল কান এমজিকলি আল জাজিরাকে বলেন, ছয় পুলিশ সদস্য তাকে মাটিতে ফেলে লাথি মেরেছে। 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমামোগলুকে আটকের পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

 

/এএ/
সম্পর্কিত
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
চীন-মার্কিন শুল্কযুদ্ধে অ্যাপলের ‘আটকে যাওয়ার’ গল্প
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
ছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরছয় মাসে পাচার হতে যাওয়া ১০ কোটি টাকারও বেশি দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক