X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

২০২৫ সালে কি রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি সম্ভব?

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২২:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:২০

২০২৫ সালের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকী পালিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তার এই উদ্যোগে মার্কিন সামরিক শক্তি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়ে দিয়েছেন যে, তারা আলোচনায় রাজি না হলে তাদের জন্য কঠোর সিদ্ধান্ত অপেক্ষা করছে। ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা কিংবা রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে তার সম্ভাব্য পদক্ষেপ।

২০২৫ সালে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে মার্কিন সাময়িকী নিউজউহক বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে। এই বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রায় সব বিশেষজ্ঞ। তারা বলছেন, রাশিয়ার আক্রমণাত্মক নীতি, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেওয়া উভয় পক্ষের জন্যই কঠিন হবে। তবে একটি স্থায়ী যুদ্ধবিরতি যুদ্ধের ক্লান্ত জনগণের জন্য সাময়িক স্বস্তি হতে পারে।

রসমুসেন গ্লোবালের সিইও এবং ন্যাটোর সাবেক পরিচালক ফ্যাব্রিস পোথিয়ার বলেছেন, একটি ন্যায্য শান্তি চুক্তি প্রয়োজন। ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী হলেও, দেশটির জনগণ অন্যায় বা অসম চুক্তি মেনে নেবে না।
তিনি আরও বলেছেন, ন্যাটো সদস্যপদ ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। তবে এর আগে ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনের নিরাপত্তার খরচের ৭০ শতাংশ বহনের প্রতিশ্রুতি দিতে হবে। ইউরোপ যদি যুদ্ধ পরবর্তী শান্তি রক্ষার দায়িত্ব গ্রহণ করে, তাহলে একটি কার্যকর চুক্তি সম্ভব।

হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক স্টিফেন এম. ওয়াল্টের মতে, ২০২৫ সালে হয়তো একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধানের জন্য সময় লাগবে। ইউক্রেনের নিরাপত্তা, যুদ্ধ অপরাধ, সীমান্ত নির্ধারণ ও পুনর্গঠন তহবিলসহ অনেক বিষয় রয়ে যাবে অমীমাংসিত।

রাশিয়ার সাবেক উপ-জ্বালানি মন্ত্রী ও বিরোধী রাজনীতিক ভ্লাদিমির মিলভ বলেছেন, যুদ্ধের ক্লান্তি এবং ট্রাম্প প্রশাসনের চাপের ফলে হয়তো ২০২৫ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য আগ্রাসী মনোভাব বজায় রেখেছে, যা যেকোনও চুক্তিকে ভঙ্গুর করে তুলবে।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো কোরি শাকে বলেছেন, ২০২৫ সালে শান্তি চুক্তি সম্ভব নয়। মার্কিন ও পশ্চিমা সমর্থন বন্ধ হলে হয়তো একটি আপস করা যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু রাশিয়া নতুন করে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকবে।

কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সিনিয়র ফেলো চার্লস কাপচান বলেছেন, ২০২৫ সালে একটি যুদ্ধবিরতি সম্ভব, কিন্তু শান্তি চুক্তি হবে কঠিন। বিদ্যমান ফ্রন্টলাইন হয়তো একটি অস্থায়ী সীমান্ত হিসেবে ব্যবহৃত হবে। তবে ভূরাজনৈতিক বিষয়গুলো, যেমন ইউক্রেনের পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্তি এবং দখলকৃত ভূমির মর্যাদা, সমাধান করা সহজ হবে না।

 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
সর্বশেষ খবর
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
দণ্ডের ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ খালেদা জিয়ার ভাগনে তুহিনের
দণ্ডের ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ খালেদা জিয়ার ভাগনে তুহিনের
আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি
আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি
সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
আজ ২৯ এপ্রিলসেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু