X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নরওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:২১

নরওয়ের উত্তর-পশ্চিম উপকূলের হাদসেল জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময় ১২টা ৩০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে আসভাটনেট হ্রদের মধ্যে গিয়ে আংশিকভাবে ডুবে যায়। বাসটিতে মোট ৫৮ জন যাত্রী ছিল, যাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তিনজনকে উদ্ধার করে স্টকমার্কনেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের কাছের একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসের ভেতর থেকে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এলাকায় তুষারঝড় ও প্রবল বাতাস থাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি হয়েছে। অগ্নি নির্বাপন দল, অ্যাম্বুলেন্স এবং পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

নরওয়ের রেড ক্রস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দুর্ঘটনার স্থানে সহযোগিতা করতে একটি দল পাঠানো হয়েছে।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, বাসটি নারভিক শহর থেকে লোফোটেন দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।

কাছের ভোগান জেলার মেয়র ভিদার থম বেঞ্জামিনসেন জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য একটি স্থানীয় হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে দুর্ঘটনাটিকে অত্যন্ত গুরুতর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
সর্বশেষ খবর
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা