X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম আজ ঘোষণা করতে পারেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর এবার ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আশা করা হচ্ছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। ৪ ডিসেম্বর পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে পদচ্যুত হন মিশেল বার্নিয়ার, যা ফ্রান্সকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করার একদিন পর, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ তার উত্তরসূরি ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল।

তবে গ্রীষ্মে অনিয়মিত ফরাসি রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়। আর জন্য ম্যাক্রোঁ সেদিন বার্নিয়ারের উত্তরসূরির নাম ঘোষণা করেননি। মঙ্গলবার দলের নেতাদের বৈঠকে ম্যাক্রোঁকে ৪৮ ঘণ্টায় বেঁধে দেওয়া হয়। তবে এই সময়সীমা ইতোমধ্যেই অতিক্রম করেছেন তিনি।

বৃহস্পতিবার প্রধান ইইউ ও ন্যাটো মিত্র পোল্যান্ডে একদিনের ঝ্বটিকা সফরের জন্য ফ্রান্স ত্যাগ করেছিলেন ম্যাক্রোঁ। নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের চূড়ান্ত করার প্রচেষ্টা হিসেবে সফরটি সংক্ষিপ্ত করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের এক সহকারী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নাম ঘোষণা বিষয়ক বিবৃতিটি আগামীকাল শুক্রবার সকালে প্রকাশিত হবে।’

বৃহস্পতিবার রাতে পোল্যান্ড সফর থেকে ম্যাক্রোঁ ফিরে আসার পরপরই এই কথা জানান তিনি। আরও বিস্তারিত কোনও তথ্য না দিয়েই ওই সহকারী বলেন, ‘তিনি তার মন স্থির করেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে একটি লিখিত বিবৃতিতে শুক্রবার ঘোষণা আসতে পারে এবং পরবর্তী তারিখে নতুন মন্ত্রিসভা প্রকাশ করা হবে।

ফ্রান্সের ইতিহাসে দেশটির সবচেয়ে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী বার্নিয়ার। মাত্র তিন মাস ক্ষমতায় ছিলেন তিনি। নিয়োগ পেতে যাওয়া নতুন প্রধানমন্ত্রী সংসদে পাসের জন্য একটি বাজেট তৈরি করার মতো তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।

/এএকে/
সম্পর্কিত
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ খবর
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
দেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন