X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সংকটের মুখে পলাতক সেনাদের দ্বিতীয় সুযোগ দিলো ইউক্রেনের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০১

রাশিয়ার বৃহত্তর সেনাবাহিনীকে প্রতিরোধ করতে পর্যাপ্ত সেনা, বিশেষ করে পদাতিক বাহিনী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই সংকট সমাধানে ককিছু ইউনিট পলাতক সেনাদের দ্বিতীয় সুযোগ দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রসিকিউটর অফিসের তথ্য মতে, ২০২২ সাল থেকে সেনাদের ‘ছুটি ছাড়া অনুপস্থিত’ (এডব্লিউওএল) ও যুদ্ধক্ষেত্র পরিত্যাগের মতো আরও গুরুতর অপরাধের জন্য প্রায় ৯৫ হাজার ফৌজদারি মামলা হয়েছিল।

যুদ্ধের প্রতিটি বছরের সঙ্গে মামলার সংখ্যা অত্যন্ত বেড়েছে। মোট মামলার প্রায় দুই-তৃতীয়াংশই ২০২৪ থেকে নথিভুক্ত করা হয়েছে। যুদ্ধে হাজার হাজার সেনা নিহত বা আহত হওয়ার সঙ্গে সঙ্গে এর ধরনের ঘটনা ইউক্রেনের জন্য মরার ওপর খাড়ার ঘা-এর মতো ঠেকছে।

কিছু ইউনিট এখন পূর্বে ঘোষিত এডব্লিউওএল সেনাদের পুনরায় গ্রহণ করে তাদের পদ পূরণ করছে।

এর মধ্যে একটি হলো ইউক্রেনের অভিজাত ৪৭তম ব্রিগেড। গত মাসে এটি পলাতক সেনাদের যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিল।

পোস্টটিতে ঘোষণা করা হয়, ‘আমাদের লক্ষ্য হলো প্রতিটি সেনাকে নিজ পদে ফিরে আসার ও তার সম্ভাবনা উপলব্ধ করার সুযোগ করে দেওয়া।’

এই ঘোষণার প্রথম দুই দিনে শতাধিক আবেদন এসেছে বলে জানিয়েছে ব্রিগেড।

ঘোষণার দুই সপ্তাহ পর ৪৭ তম নিয়োগ প্রধান ভিয়াচেস্লাভ স্মিরনভ বলেছিলেন, ‘আবেদনের ঝড় উঠেছিল। এত বেশি ছিল যে আমরা এখনও নতুনগুলো আসার আগে সেগুলোর প্রক্রিয়া শেষ করতে পারিনি।’

দুটি সামরিক ইউনিট রয়টার্সের সঙ্গে কথা বলার সময় জানায়, তারা যুদ্ধ থেকে সরে আসা সেনাদের পরিবর্তে শুধু তাদের ঘাঁটি থেকে চলে যাওয়া এডব্লিউওএল সেনাদের নিয়োগ করছে।

এডব্লিউওএল-কে ইউক্রেনের সেনাবাহিনীতে একটি স্বল্প গুরুত্বর অপরাধ হিসেবে দেখা হয়। সম্প্রতি আইনে স্বাক্ষরিত একটি বিলে একজন সেনার প্রথম নিখোঁজ হওয়ার ঘটনাকে একটি অপরাধমুক্ত ঘটনা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং তাদের পুনরায় চাকরিতে ফেরার অনুমতি দিয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত