ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের অংশ হিসেবে পোল্যান্ডে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মোতায়েনের প্রস্তাব দিয়েছে জার্মানি। আগামী বছরের শুরুতে এই মোতায়েন কার্যকর হতে পারে বলে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেন, এটির মাধ্যমে আমরা পোল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবকে রক্ষা করব, যা ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কসিনিয়াক-কামিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জার্মানি পোল্যান্ডে তিনটি প্যাট্রিয়ট ইউনিট এবং ৩০০ সেনা মোতায়েন করেছিল। ইউনিটগুলো জামোসচ শহরে স্থাপন করা হয়েছিল, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ওই শহরটি দক্ষিণ পোল্যান্ডে অবস্থিত এবং এটি ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করে।
এই মোতায়েনের পেছনে প্রধান কারণ ছিল ২০২২ সালের নভেম্বরে পোল্যান্ডের প্রেজেভোডো গ্রামে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের অনাকাঙ্ক্ষিত আঘাত। ওই ঘটনার পর সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পোল্যান্ডে ছয় মাস পর্যন্ত মোতায়েন থাকতে পারে। এই উদ্যোগ ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে এবং ন্যাটো মিত্রদের মধ্যে প্রতিরক্ষামূলক সহযোগিতা আরও জোরদার করবে।