X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

স্পেনে বন্যার পর স্কুল সংকট, প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪১আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮

স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর দ্রুত পুনর্গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। শনিবার (২৩ নভেম্বর) পোস্টার হাতে ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস মাজনের পদত্যাগ দাবি করে শহরের রাস্তায় মিছিল করেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ২৯ অক্টোবর স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ২২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের এক মাস পেরিয়ে গেলেও সমস্যা রয়েই গেছে।

বন্যা মোকাবিলায় আঞ্চলিক সরকারের ব্যর্থতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। শিক্ষকদের একটি ইউনিয়ন অভিযোগ করেছে যে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শিক্ষকদের এবং শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

আঞ্চলিক শিক্ষক ইউনিয়ন জানিয়েছে, ৩০টি স্কুল এখনও বন্ধ রয়েছে, ফলে ১৩ হাজার শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে।

ইউনিয়নের এক মুখপাত্র মার্ক ক্যান্ডেলা রয়টার্সকে বলেন, আমরা উপেক্ষিত বোধ করছি। কারণ শিক্ষক, অভিভাবক এবং স্বেচ্ছাসেবীরা নিজেরাই স্কুল পরিষ্কার করেছেন। আমরা কিছু স্কুলে পরিচ্ছন্নতাকর্মী দেখেছি, কিন্তু তা যথেষ্ট নয়। 

ভ্যালেন্সিয়া অঞ্চলে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বন্যায় গাড়ি এবং ভূগর্ভস্থ পার্কিং ডুবে মানুষ মারা গেছেন এবং বাড়িঘর ধসে পড়েছে। সেগুলো সংস্কারের উদ্যোগ খুবই কম।

তবে ভ্যালেন্সিয়ার শিক্ষামন্ত্রী ড্যানিয়েল ম্যাকইভয় জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস মাজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বন্যার সতর্কবার্তা বাসিন্দাদের কাছে অনেক দেরিতে পাঠিয়েছেন।

তিনি স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন, তবে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন।

/এস/
সম্পর্কিত
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
সর্বশেষ খবর
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়