X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৪, ২৩:০৩আপডেট : ০১ জুলাই ২০২৪, ২৩:০৩

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইউক্রেন। ইতোমধ্যে পূর্ব ইউক্রেনের একটি কারাগার থেকে কারাবন্দিদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে তীব্র সেনা সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

যুদ্ধক্ষেত্রে সেনা সংকট মোকাবিলায় সেনা নিয়োগের শর্ত শিথিল করেছে ইউক্রেন। এর অংশ হিসেবে কারাবন্দিদের প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে।

ইউক্রেনের উপ-আইনমন্ত্রী ওলেনা ভিসটস্কা বলেছেন, গত মাসে বিতর্কিত এক সেনা সমাবেশের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর ৩ হাজার বেশি বন্দি প্যারোলে মুক্তি পেয়েছে। তাদের সামরিক ইউনিটে নিয়োগ করা হয়েছে।

দেশটির আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রায় ২৭ হাজার বন্দিকে যুদ্ধের শর্তে প্যারোলে মুক্তি পেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে প্রায় ৪২ হাজার বন্দি রয়েছেন।

এই উদ্যোগের আওতায়, সাক্ষাৎকার ও চিকিৎসা পরীক্ষা এবং সাজা পর্যালোচনার পর শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। ধর্ষণ, যৌন হামলা, দুই বা ততোধিক ব্যক্তিকে হত্যা ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধকারীরা যোগ্য বিবেচিত হবে না।

লড়াইয়ের জন্য নির্বাচিত হলে প্যারোলে মুক্তি প্রাপ্তদের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। সেখানে অস্ত্র পরিচালনা ও লড়াইয়ের মৌলিক বিষয়গুলো শেখানো হয়। কোনও ইউনিটে যোগ দেওয়ার পর প্রশিক্ষণ শেষ হয়।

ভিসটস্কা বলেন, অনেকে বীর হিসেবে বাড়ি ফিরতে চায়, কারাগার থেকে নয়। এটি তাদের জন্য অনুপ্রেরণা।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ে আগ্রহী ২৭ বছর বয়সী আর্নেস্ট ভলভাচ। ডাকাতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড ভোগ করা এই যুবক বলেছেন, এখানে বসে থাকা বোকামি। কিছু করার সুযোগ এসেছে এবং আমি এটি করতে চাই।

অনেক বন্দি নিরাপত্তার কারণে শুধু প্রথম নাম বা ডাকনাম প্রকাশে আগ্রহী। ৩০ বছর বয়সী আরেক বন্দি ভ্লাদিমির বলেছেন, এক বছর পর সাজা শেষ হলে তিনি স্বেচ্ছাসেবী হতে চান, কিন্তু এখন নয়। কারণ প্যারোলে মুক্তির কর্মসূচিতে কার্যত বাড়িতে যাওয়ার মতো ছুটির কোনও সুবিধা নেই।

ভিসটস্কা বলেছেন, সামরিক প্যারোল কর্মসূচিতে যোগদানে আগ্রহীদের সংখ্যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ৫ হাজারের বেশি যোদ্ধা পাওয়া যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
জমজমাট লড়াই শেষে তাসকিনদের কলম্বোর হার
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
ভিডিও পেয়েছে দ্য গার্ডিয়ানতালেবান কারাগারে আফগান নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
সর্বশেষ খবর
জমজমাট লড়াই শেষে তাসকিনদের কলম্বোর হার
জমজমাট লড়াই শেষে তাসকিনদের কলম্বোর হার
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?